চন্দ্রা রায়ের একক সঙ্গীত অনুষ্ঠানে গানে গানে মুগ্ধ দর্শক-শ্রোতা
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৩:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৮৫ বার পঠিত
অপু: নিউইয়র্কের প্রবাসী শিল্পীদের মধ্যে চন্দ্রা রায়ের নাম অন্যতম, শীর্ষ স্থানীয়। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়-এর কন্যা। সঙ্গত কারণেই প্রবাসের সঙ্গীতবোদ্ধাদের অভিমত যোগ্য শিল্পীর যোগ্য কন্যা চন্দ্রা রায়। তার একক সঙ্গীত সন্ধ্যা হলো গত ১২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায়।নিউইয়র্ক সিটির জ্যামাইকার ‘আল-আকসা’ মিলনায়তনে আয়োজিত একক সঙ্গীত সন্ধ্যানুষ্ঠানটির শিরোনাম ছিল ‘বাংলার গায়েন লাইভ ইন নিউইয়র্ক’। হল ভর্তি দর্শকদের আনন্দ উল্লাস আর করতালীতে অনুষ্ঠানটি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে। অনুষ্ঠানে চন্দ্রা রায়ের পরিবেশনা ছিল অত্যন্ত মনগ্রাহী এবং প্রানাবন্ত। চন্দ্রার সুরের ইন্দ্রজালে জড়িয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত ও মুগ্ধ হয়েছেন। উপস্থিত অনেকের তাৎক্ষনিক মন্তব্য শিল্পী একটি স্বার্থক সঙ্গীত সন্ধ্যা দর্শকদের উপহার দিয়েছেন। বছরের প্রারম্ভে এমন একটি অনুষ্ঠান একটি মাইলষ্টন।
অনুষ্ঠান মঞ্চে চন্দ্রা রায়ের বাবা রথীন্দ্রনাথ রায় বলেন, সঙ্গীত একটি সাধনার জিনিস। সাধনা ছাড়া সঙ্গীতকে আপন করে পাওয়া যায় না। আধুনিক যুগে এই সাধনার খুব অভাব। অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নাসির আলী খান পল, ডা. মাসুদুল হাসান, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থানায় ছিলেন শারমিন সিরাজ সোনিয়া।
অনুষ্ঠানে শিল্পী চন্দ্রা রায়কে সমর্তন জানাতে প্রবাসের বিপুল সংখ্যক গায়ক-গায়িকা সহ সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ‘পিংক নয়েজ প্রোডাকশন প্রেজেন্টস’। অনুষ্ঠানটির পাবলিক রিলেশনে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন প্রবাসের আরেক শিল্পী শামীম সিদ্দিকী।
উল্লেখ্য, একজন প্রতিভাবান শিল্পী হিসেবে চন্দ্রা রায় চ্যানেল আরটিভি আয়োজিত বাংলার গায়েন প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও দেশ ও প্রবাসের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কর্তৃক একাধিক অ্যাওয়ার্ড অর্জন করেন।