নিউইয়র্ক ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাবা-মা সময় না দেয়ায় ছেলে অপরাধে জড়িয়েছে-আদালতের পর্যবেক্ষণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬২ বার পঠিত

ইউএনএ,নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে রাজ্যে ছেলের অপরাধের জন্য মাকে দন্ডিত করে এক ঐতিহাসিক রায় দিয়েছেন আদালত। দন্ডিত মায়ের নাম জেনিফার ক্রাম্বলি। রায়ে জেনিফারের ৬০ বছর জেল এবং সর্বোচ্চ ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার ১২ জনের জুরি বোর্ড দীর্ঘ ১০ ঘন্টা শুনানী শেষে এই রায় দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মত ছেলের অপরাধের জন্য মাকে দন্ডিত করে রায় দেয়া হলো। পরবর্তী তারিখে মার্চ মাসে এ মামলায় ইথান ক্রাম্বলির বাবা জেমস ক্রাম্বলির বিরুদ্ধে অভিযোগের শুনানী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আদালত। খবরটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ ও প্রচারিত হয়েছে। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে তার ছেলে ইথান ক্রাম্বলি বন্দুক হামলা চালিয়ে ৪ শিক্ষার্থীকে খুন করে। এ হামলায় অপর ৬ শিক্ষার্থী এবং এক শিক্ষকও গুলিবিদ্ধ হয়ে আহত হন।

মামলার রায়ে বলা হয়, ছেলে ইথান ক্রাম্বলির মানসিক সমস্যা থাকা সত্ত্বেও মা জেনিফার ক্রাম্বলি তাকে বন্দুক ব্যবহারের সুযোগ দিয়ে হত্যাকান্ডের সমান অপরাধ করেছেন। এছাড়া, ঘটনার দিন ছেলের অস্বাভাবিক আচরণ টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ তার বাবা-মাকে ডেকে এনে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার আহবাণ করেন। কিন্তু বাবা-মা দুজনই তাকে বাসায় ফেরত না নিয়ে স্কুলে রেখে যান। এর কিছুক্ষন পরই ইথান ক্রাম্বলি ব্যাগ থেকে হ্যান্ডগান বের করে ম্যাস শুটিং চালায়। এতে ৪শিক্ষার্থী নিহত এবং এক শিক্ষকসহ আরো ৭জন আহত হন। প্রসিকিউটররা অভিযোগ করেন নিজেদের সৌখিন জীবন নিয়ে ব্যস্ত থাকায় ছেলে ইথান ক্রাম্বলিকে পর্যাপ্ত সময় দেননি তার বাবা মা। যেকারণে ছেলের অপরাধে জড়িয়ে পড়ার দায় বাবা- মা এড়াতে পারেন না। ছেলে ইথান ক্রাম্বলিকে গত ডিসেম্বরে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেয় আদালত। আর তার বাবা-মা দুজনই দুই বছর ধরে জেলে আছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাবা-মা সময় না দেয়ায় ছেলে অপরাধে জড়িয়েছে-আদালতের পর্যবেক্ষণ

প্রকাশের সময় : ০৫:৫৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

ইউএনএ,নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে রাজ্যে ছেলের অপরাধের জন্য মাকে দন্ডিত করে এক ঐতিহাসিক রায় দিয়েছেন আদালত। দন্ডিত মায়ের নাম জেনিফার ক্রাম্বলি। রায়ে জেনিফারের ৬০ বছর জেল এবং সর্বোচ্চ ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার ১২ জনের জুরি বোর্ড দীর্ঘ ১০ ঘন্টা শুনানী শেষে এই রায় দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মত ছেলের অপরাধের জন্য মাকে দন্ডিত করে রায় দেয়া হলো। পরবর্তী তারিখে মার্চ মাসে এ মামলায় ইথান ক্রাম্বলির বাবা জেমস ক্রাম্বলির বিরুদ্ধে অভিযোগের শুনানী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আদালত। খবরটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ ও প্রচারিত হয়েছে। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে তার ছেলে ইথান ক্রাম্বলি বন্দুক হামলা চালিয়ে ৪ শিক্ষার্থীকে খুন করে। এ হামলায় অপর ৬ শিক্ষার্থী এবং এক শিক্ষকও গুলিবিদ্ধ হয়ে আহত হন।

মামলার রায়ে বলা হয়, ছেলে ইথান ক্রাম্বলির মানসিক সমস্যা থাকা সত্ত্বেও মা জেনিফার ক্রাম্বলি তাকে বন্দুক ব্যবহারের সুযোগ দিয়ে হত্যাকান্ডের সমান অপরাধ করেছেন। এছাড়া, ঘটনার দিন ছেলের অস্বাভাবিক আচরণ টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ তার বাবা-মাকে ডেকে এনে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার আহবাণ করেন। কিন্তু বাবা-মা দুজনই তাকে বাসায় ফেরত না নিয়ে স্কুলে রেখে যান। এর কিছুক্ষন পরই ইথান ক্রাম্বলি ব্যাগ থেকে হ্যান্ডগান বের করে ম্যাস শুটিং চালায়। এতে ৪শিক্ষার্থী নিহত এবং এক শিক্ষকসহ আরো ৭জন আহত হন। প্রসিকিউটররা অভিযোগ করেন নিজেদের সৌখিন জীবন নিয়ে ব্যস্ত থাকায় ছেলে ইথান ক্রাম্বলিকে পর্যাপ্ত সময় দেননি তার বাবা মা। যেকারণে ছেলের অপরাধে জড়িয়ে পড়ার দায় বাবা- মা এড়াতে পারেন না। ছেলে ইথান ক্রাম্বলিকে গত ডিসেম্বরে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেয় আদালত। আর তার বাবা-মা দুজনই দুই বছর ধরে জেলে আছেন।