শেখ হাসিনার পদত্যাগে নিউইয়র্কে বিজয় উল্লাস
- প্রকাশের সময় : ১১:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ২০৯ বার পঠিত
শেখ হাসিনার পদত্যাগের খবরে বাংলাদেশের ন্যায় যুক্তরাষ্ট্রেও বিজয় উল্লাস হয়েছে। নিইউয়র্কের জ্যামাইকায় প্রবাসী সোমবার (৫ আগষ্ট) বাংলাদেশীরা ১৬৮ স্ট্রীট ও হিলসাইড এভিনিউ এলাকায় এই বিজয় উল্লাসে মেতে ওঠেন। বিজয় উল্লাসের আয়োজন করে ‘বাংলাদেশ এসেম্বলী অব ইউএসএ’। এতে অংশ নেন শত শত প্রবাসী। শিশু থেকে শুরু করে নানা বয়সী সব শ্রেণী-পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেয় এই উল্লাসে। তাদের হাতে শোভা পায় লাল-সবুজের পতাকা।
কর্মসূচি শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর প্রবাসী বাংলাদেশীদের মুখ থেকে ভেসে আসে নানান স্লোগান। ‘পালাইছেরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’, ‘হৈ হৈ রৈ রৈ শেখ হাসিনা গেল কৈ’, ‘স্বৈরাচার গেল কৈ’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, স্বৈরাচারের ফাঁসি চাই’ প্রভৃতি।
বাংলাদেশ এসেম্বলী অব ইউএসএ’র সভাপতি মোহাম্মদ শামীম হাসান বলেন, বাংলাদেশের মানুষ এতদিন যে কষ্ট করেছে তার বিস্ফোরণ আজ দেখা গেছে। এই তরুণ সমাজ রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিছে। যা আমরা কখনো ভুলবো না।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম (কলিম) বলেন, বাংলাদশে আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামার নয়। আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের বিশৃংখলা না হয়।
মহিলা সম্পাদক জাকিয়া সোলাইমান বলেন, আমরা বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন না করে থামতে চাই না। সবাই সজাগ থাকবেন, যাতে দেশে কোনো বিশৃঙ্খলা না হয়।
বিজয় উল্লাসে সংগঠনের সহ-সভাপতি আলমগীর হোসেন সরকার, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম রফিক, ধর্মবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, মিয়া ফয়েজ আহমেদ (জুয়েল), যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসবে আরো ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ড. ওয়াজেদ খান, জ্যমাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক জে মোল্লা সানি সহ আরো অনেকে।