সভাপতি পদে শামসুজ্জামান পুন মনোনীত, টনি সাধারণ সম্পাদক রাজ্জাক কোষাধ্যক্ষ

- প্রকাশের সময় : ০৪:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৯৩ বার পঠিত
ইউএনএ,নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য গঠিত সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি পদে মোহাম্মদ শামসুজ্জামান খান পুনরায় মনোনীত এবং মোহাম্মদ আশরাফ আলী টনি সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন। সোসাইটির সাধারণ সভায় অলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে তাদেরকে মনোনীত করা হয়। খবর ইউএনএ’র।
সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ কিং কাবাব রেষ্টুরেন্টে গত ৩ মার্চ রোববার সন্ধ্যায় ‘টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান খান। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আরিফ। সভায় বিদায়ী কার্যকরী কমিটির কর্মকর্তা সহ অর্ধ শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী উপস্থিত ছিলেন বলে সভা সূত্র জানায়।
সভায় বিগত দিনের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব আলোচনা ছাড়াও অগামী দিনের কর্মকান্ড বিশেষ করে নতুন কমিটি গঠন এবং ইফতার পার্টি ও বনভোজন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য গঠিত সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে তিনজনকে মনোনীত করা হয় এবং পরবর্তীতে আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়।