নিউইয়র্ক ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ট্রাফিক পুলিশ ইউনিয়ন নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেলের জয়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫০ বার পঠিত

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্টদের ইউনিয়ন (সিডব্লিউএ লোকাল-১২৮২) নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেল জয়ী হয়েছেন। নির্বাচনে হেরে গেছেন আরেক প্রার্থী, ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশী-আমেরিকান সাঈদ রহিম দুদু। গত ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ইউনিয়নের রান অফ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ‘সাদিক-সাঈদ’ প্যানেল মেজোরিটি পদে জয়লাভ করেছে।

ইউনিয়নের মোট ৯টি পদের বিপরীতে এই প্যানেল থেকে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩ জন ডেলিগেট নির্বাচিত হয়েছেন। অপরদিকে ‘রহিম-উদবা’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন ডেলিগেট। নির্বাচিত সভাপতি হলেন আলেকজান্ডার সাদিক, সহ সভাপতি সকুনবি ওলোফেমি ও সাধারন সম্পাদকরা সাঈদ ইসলাম। সভাপতি পদে সাঈদ রহিম দুদু মিশরীয় বংশদ্ভুত আলেকজান্ডার সাদিকের কাছে পরাজিত হন।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে ট্রাফিক পুলিশদের ইউনিয়ন সিডব্লিউএ লোকাল ১১৮২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা প্রদত্ত ভোটের ৫১ ভাগ না পাওয়ায় তারা রানঅফের মুখোমুখি হন। এই তিনটি পদে পোস্টাল ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে আলেকজান্ডার সাদিক ৭১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ রহিম দুদু পেয়েছেন ৫২৫ ভোট। বাংলাদেশী রহিম এর আগে একবার সহসভাপতি ও তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশী সাঈদ ইসলাম ও সৈয়দ উদবা। সাঈদ ইসলাম ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হনন। উদবা পেয়েছেন ৪৯৬ ভোট। ‘সাদিক-সাঈদ’ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন শিবলী চৌধুরী কায়েস, কোলন জন ও শামীম হোসাইন। অপরদিকে ‘রহিম-উদবা’ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন পঙ্কজ রায়, শাহাদত হোসেন ও মোহাম্মদ আলম।

নির্বাচনে মোট ২,০৪০ জন সদস্যকে ডাকযোগে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সদস্যদের ভোট দেয়া ব্যালট ফিরে আসে মোট ১,২৭৬টি। ১৭টি ভোট ভয়েড ও ডুপ্লিকেট হয়। সব মিলিয়ে ১,২৫৯ ভোট গনণা করা হয়।

আরো উল্লেখ্য, এই নির্বাচনে ৯ সদস্যের নির্বাচিত কমিটির ৬ জনই বাংলাদেশী। ট্রাফিক পুিলশ ইউনিয়নের মোট সদস্য সংখ্যা প্রায় আড়াই হাজার। এরমধ্যে বাংলাদেশীর সংখ্যা ৬ শতাধিক।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউনিয়নের অফিস সহকারী মিস গেইল রামরুপের দায়ের করা যৌন হয়রানীর মামলাটি আদালতে শুনানী না করে সমঝোতা করা, ঐ মামলায় সদস্যদের ফান্ড থেকে ৭ লাখ ৪৪ হাজার ডলার ব্যয় করা, মামলায় নিজের অর্থ বাঁচানোর জন্য ব্যাংকরাপ্টসী ফাইল (দেউলিয়া) করা, ৮০ হাজার ডলার উকিল ফিস দিয়েও ভালো কন্ট্রাক্ট আনতে ব্যর্থ হওয়া, ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোন গ্রিভেন্স ফাইল না করে নতজানু নেতৃত্বের জন্য, সিডি হেয়ারিংগুলোতে দূর্বল ও নতজানু শুনানী করা, ইমপিচমেন্টের দাবীতে ৬৬২ জন সদস্যের দায়েরকৃত লিখিত পিটিশন অগ্রাহ্য করা, ক্লিন ইমেজের নতুন নির্বাচন কমিটি গঠন না করা, আর্থিক জবাবদিহীতার জন্য ফরেনসিক অডিট না করা, ত্রুটিমুক্ত একটি ভোটার তালিকা না করা, ক্রমাগত আর্থিক অনিয়ম সহ নানান অভিযোগের কারনেই সৈয়দ রহিম দুদু নির্বাচনে পরাজিত হন বলে সংশ্লিস্টরা জানান।

এদিকে সিডব্লিউএ লোকাল-১২৮২ নির্বাচনে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন উক্ত ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খান শওকত।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ট্রাফিক পুলিশ ইউনিয়ন নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেলের জয়

প্রকাশের সময় : ০৭:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্টদের ইউনিয়ন (সিডব্লিউএ লোকাল-১২৮২) নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেল জয়ী হয়েছেন। নির্বাচনে হেরে গেছেন আরেক প্রার্থী, ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশী-আমেরিকান সাঈদ রহিম দুদু। গত ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ইউনিয়নের রান অফ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ‘সাদিক-সাঈদ’ প্যানেল মেজোরিটি পদে জয়লাভ করেছে।

ইউনিয়নের মোট ৯টি পদের বিপরীতে এই প্যানেল থেকে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩ জন ডেলিগেট নির্বাচিত হয়েছেন। অপরদিকে ‘রহিম-উদবা’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন ডেলিগেট। নির্বাচিত সভাপতি হলেন আলেকজান্ডার সাদিক, সহ সভাপতি সকুনবি ওলোফেমি ও সাধারন সম্পাদকরা সাঈদ ইসলাম। সভাপতি পদে সাঈদ রহিম দুদু মিশরীয় বংশদ্ভুত আলেকজান্ডার সাদিকের কাছে পরাজিত হন।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে ট্রাফিক পুলিশদের ইউনিয়ন সিডব্লিউএ লোকাল ১১৮২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা প্রদত্ত ভোটের ৫১ ভাগ না পাওয়ায় তারা রানঅফের মুখোমুখি হন। এই তিনটি পদে পোস্টাল ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে আলেকজান্ডার সাদিক ৭১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ রহিম দুদু পেয়েছেন ৫২৫ ভোট। বাংলাদেশী রহিম এর আগে একবার সহসভাপতি ও তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশী সাঈদ ইসলাম ও সৈয়দ উদবা। সাঈদ ইসলাম ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হনন। উদবা পেয়েছেন ৪৯৬ ভোট। ‘সাদিক-সাঈদ’ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন শিবলী চৌধুরী কায়েস, কোলন জন ও শামীম হোসাইন। অপরদিকে ‘রহিম-উদবা’ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন পঙ্কজ রায়, শাহাদত হোসেন ও মোহাম্মদ আলম।

নির্বাচনে মোট ২,০৪০ জন সদস্যকে ডাকযোগে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সদস্যদের ভোট দেয়া ব্যালট ফিরে আসে মোট ১,২৭৬টি। ১৭টি ভোট ভয়েড ও ডুপ্লিকেট হয়। সব মিলিয়ে ১,২৫৯ ভোট গনণা করা হয়।

আরো উল্লেখ্য, এই নির্বাচনে ৯ সদস্যের নির্বাচিত কমিটির ৬ জনই বাংলাদেশী। ট্রাফিক পুিলশ ইউনিয়নের মোট সদস্য সংখ্যা প্রায় আড়াই হাজার। এরমধ্যে বাংলাদেশীর সংখ্যা ৬ শতাধিক।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউনিয়নের অফিস সহকারী মিস গেইল রামরুপের দায়ের করা যৌন হয়রানীর মামলাটি আদালতে শুনানী না করে সমঝোতা করা, ঐ মামলায় সদস্যদের ফান্ড থেকে ৭ লাখ ৪৪ হাজার ডলার ব্যয় করা, মামলায় নিজের অর্থ বাঁচানোর জন্য ব্যাংকরাপ্টসী ফাইল (দেউলিয়া) করা, ৮০ হাজার ডলার উকিল ফিস দিয়েও ভালো কন্ট্রাক্ট আনতে ব্যর্থ হওয়া, ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোন গ্রিভেন্স ফাইল না করে নতজানু নেতৃত্বের জন্য, সিডি হেয়ারিংগুলোতে দূর্বল ও নতজানু শুনানী করা, ইমপিচমেন্টের দাবীতে ৬৬২ জন সদস্যের দায়েরকৃত লিখিত পিটিশন অগ্রাহ্য করা, ক্লিন ইমেজের নতুন নির্বাচন কমিটি গঠন না করা, আর্থিক জবাবদিহীতার জন্য ফরেনসিক অডিট না করা, ত্রুটিমুক্ত একটি ভোটার তালিকা না করা, ক্রমাগত আর্থিক অনিয়ম সহ নানান অভিযোগের কারনেই সৈয়দ রহিম দুদু নির্বাচনে পরাজিত হন বলে সংশ্লিস্টরা জানান।

এদিকে সিডব্লিউএ লোকাল-১২৮২ নির্বাচনে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন উক্ত ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খান শওকত।