নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আয়োজনে জ্যামাইকা শাখা’র কর্মী সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৬:১৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯০ বার পঠিত
জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির কুইন্সের জ্যামাইকা শাখার কমিটি গঠনের লক্ষ্যে গত ১১ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরু অসুস্থ হাবিবুর রহমান সেলিম রেজা, মোহাম্মদ বদিউল আলমের অসুস্থ মা, মোহাম্মদ রিপন মিয়া ও শাহাদাত হোসেন রাজুর পরলোকগত মা সহ সকলের জন্য দোয়া করা হয়।এছাড়াও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়াপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া করা হয়।
কর্মী সভায় উপস্থিত সকলেই বিএনপি’র শক্তিশালী অবস্থান গড়তে জ্যামাইকা কমিটি গঠনের পরামর্শ দেন। বক্তারা জ্যামাইকায় বিএনপির শক্ত ঘাটি তৈরির কথা বলেন এবং জ্যামাইকার বিএনপি নেতাকর্মীদের নিজেদের মধ্যে আরও যোগাযোগ স্থাপন করার জন্য এমন আরো কর্মী সভা করার উপর গুরুত্বারোপ করেন।সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা কমিটি গঠনের জন্য সকলের মতামতকে স্বাগত জানান এবং মোহাম্মদ বদিউল আলম সকলের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে এক সাথে কাজ করার কথা তুলে ধরেন।
সভায় নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, আলমগীর হোসেন মৃধা, খলকুর রহমান, নাসির উদ্দিন, মোহাম্মদ রিপন মিয়া, অ্যাডভোকেট রেজবুল কবির, যুগ্ম সদস্য সচিব ছাইদুর খান ডিউক, সদস্য জামালুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন এবং জ্যামাইকার নেতৃবৃন্দের মধ্যে জাহাঙ্গীর আলম, আজিজুল, এস এম বাহারুল ইসলাম রমিজ, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ রহমান, মোহাম্মদ বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি।