শেরপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত
- প্রকাশের সময় : ০১:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ৯৭ বার পঠিত
শেরপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে স্টার্লিং এভিনিউর আল আকসা পার্টি হলে আয়োজিত বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্তি সচিব একেএম বদরুল মজিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আরশি নাদিয়া। এরপর পরিবেশিত হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত। সংগঠনের বিদায়ী সভাপতি ওসমান গণি প্রথম পর্বে সভাপতিত্ব করেন। বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ তাদের মেয়াদকালের আয়-ব্যয় তুলে ধরেন। এরপর নতুন কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম বদরুল মজিদ।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন। এই পর্বে অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও সাবেক সাধারণ সম্পাদক জসিম মিয়া, সাবেক সিনিয়র ডিডেকটিভ মাসুদ রহমান, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে ধান অতিথিসহ সংগঠনের উপদেষ্টাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার। অনুষ্ঠানে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। সংগঠনের কয়েকজন সদস্যের সন্তানদের হাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়ার জন্য পুরস্কার তুলে দেয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি।

















