মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি’র বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১২:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১১৯ বার পঠিত
মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি অব নিউজার্সী ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউজার্সীর গ্রেট মাউন্টিন পার্কের অভারলোক প্যাভিলিয়নে গত ১৪ জুলাই রোববার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এই বনভোজন ও মিলন মেলায় সমেবত হয়েছিলেন বিপুল সংখ্যক প্রবাসী মৌলভীবাজারবাসীসহ কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
হাফিজ তানিম আলী’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি গোলাম ইস্পাহানী চৌধুরী মাসুম এবং সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই বনভোজন অনুষ্ঠানে উদ্বোধন করেন। শেখ রাজা মিয়া তালুকদার, আলী মোঃ মহসিন, আব্দুল লতিফ খাঁন, গোলাম মোদাব্বির হোসেন চৌধুরী সোলেমান এর যৌথ সঞ্চালনায় বনভোজনের আলোচনাপর্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রসপেক্টপার্ক সিটি মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ, সিটি অব প্যাটারসনের ২নং ওয়ার্ড এর কাউন্সিলম্যান শাহিন খালিক, সিটি শেরিফ গ্লোরী গিয়ার ডিনা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ টেপন, ব্যবসায়ী মনসুর আহমেদ, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আখতারুজ্জামান, সাবেক কমিশনার এহিয়া খাঁন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আইয়ুব আলী, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, টাইম টিভি পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি অব নিউজার্সী ইউএসএ’র প্রতিষ্ঠাতা সদস্য এবং স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক আলী মোহাম্মদ মহসিন ও বনভোজন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ সাহেল আহমদ। বনভোজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিলো খেলাধুলা, ছিল চমকপ্রদ রাফেল ড্র ইত্যাদি। খেলাধুলায় শিশু-কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল পুরুষ ও মহিলাদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের বাঙালী খাবারের আয়োজন।
মৌলভীবাজারবাসী দিনভর বিভিন্ন ইভেন্ট, গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময়ের মাধ্যমে কাটিয়েছেন দুর্দান্ত সময়। এবারের বনভোজনে ছয় শতাধিক লোক অংশ নেন বলে আয়োজকরা জানান। সবশেষে অনুষ্ঠিত রাফেল ড্র’র মেগা পুরস্কার র্যাব-ফোর টয়োটা গাড়ি জয়ী হোন ভাটেরা প্রবাসী বদরুল মিয়া।