কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ব্যাপক বিক্ষোভ সমাবেশ : প্রদীপ প্রজ্জলন

- প্রকাশের সময় : ১১:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ১৭৯ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দাবীর সমর্থনে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ
কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের দাবীর সমর্থনে এবং নিহতের প্রতিবাদে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিউইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৭ জুলাই) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহনকারীরা মোমবাতি প্রজ্বলন ছাড়াও নিহতদের প্রতি সমবেদনা ও দায়ীদের বিচার ছাড়াও কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি কর্মসূচি পালন করেন। খবর ইউএনএ’র।
সমাবেশের শুরুতে গীতা পাঠ ও মোনাজাতের মধ্য দিয়ে নিহত ছাত্রছাত্রীদের জন্য দোয়া করা হয়। পরে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের নাম বলে ধরে উল্লেখ এবং তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। সমাবেশকারীরা পুলিশের গুলি আর সহিসংসতায় নিহতদের ছবিও প্রদর্শন করে এবং শ্রদ্ধা জানায়। এছাড়াও সমাবেশকারীরা সংক্ষিপ্ত বক্তব্যে, কবিতায় আর গানে গানে তাদের প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, দেশে শিক্ষার্থীরা আজ নিরপদ নয়, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। অধিকার আদায় করতে গিয়ে তারা মারা যাচ্ছে। আজ কেনো আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে। এসব সময়ের দাবী। সমাবেশে যোগদানকারী অনেকেই আবেগ-আপ্লুত হয়ে পড়েন এবং কান্না করেন।
সমাবেশে থেকে বর্তমানে বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধ করার জন্য শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানান এবং অবিলম্বে সকল হত্যাকান্ডের বিচারও দাবি করেন। আহ্বায়ক নওশীন খানের নেতৃত্বে সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর সাথে অভিভাবকগণ যোগ দেন। এসময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তাদের দাবীর সমর্থনে ‘লাগো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, সলিডারিটি উইথ বাংলাদেশী স্টুডেন্টস, শেখ হাসিনা কিলার, দেশ বিকানো স্বৈরাচার এই মূহুর্তে বাংলা ছাড়, তুমি কে আমি কে বিকল্প বিকল্প’ প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং ‘ইউ ওয়ান্ট জাস্টিস’ গগণ বিদারী শ্লোগানে জ্যাকসন হাইটস এলাকা প্রকম্পিত করে তোলে।
বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন, বিএপিপি, নিউইয়র্ক সিটি ফর স্টুডেন্টস অব বাংলাদেশ, এনওয়াইইউ বিএসএ, বিএসএ সিসিএনওয়াই, আরবিএমসি, চীল্ডরেন অব ১৯৭১ সহ ১৭টি সংগঠনের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের দাবীর সমর্থনে ইতিপূর্বে ঐতিহাসিক টাইম স্কয়ার ও জাতিসংঘ ভবনের সামনে ছাড়াও নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রঙ্কস, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ভবনের সামনে এবং ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটাল হিল, হোয়াইট হাউজ, ক্যালিফোর্নিয়া, ফিলাদেলফিয়া, শিকাগো, বস্টন প্রভৃতি এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা-সমাবেশের আয়োজন করেন।