নিউইয়র্ক ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবদিক শওকত ওসমান রচি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহনারা বেগমের ইন্তেকাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ১১৫ বার পঠিত

ইউএনএ,নিউইয়র্ক : বিশিষ্ট সাংবদিক, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (একাংশ) সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহনারা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন। গত ১২ মার্চ মঙ্গলবার তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি স্পেশালাইজড হসপিটালে ভর্তি ছিলেন। সুস্থ হবার পর বাসায় ফেরেন। কিন্তু বাসায় ফেরার একদিন পরই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।

এদিকে বুধবার (১৩ মার্চ) বাদ যোহর ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে আন নুরী জামে মসজিদ এ তার জানাজা অনুষ্ঠান শেষে ঐদিনই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় বলে জানা গেছে।

জাহানারা বেগম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি লাইব্রেরী সাইন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন। তিনি ধানমন্ডি গার্লস স্কুলে শিক্ষকতা করার পর পাবলিক লাইব্রেরীতে চাকরি করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে লাইব্রেরীয়ান পদ থেকে অবসর নেন। চাকরিজীবনের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করতেন। বিভিন্ন দৈনিকে নিয়মিত কবিতা-গল্প-সাময়িকী প্রকাশের পাশাপাশি এ পর্যন্ত প্রায় ১৬টি বই প্রকাশ হয়েছে। মরহুমার একমাত্র সন্তান সাংবাদিক শওকত ওসমান রচি নিউইয়র্কে বসবাস করেন।

শোক প্রকাশ: সাংবাদিক শওকত ওসমান রচি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহানারা বেগমের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও ক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও আবু তাহের এবং সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ও শিবলী চৌধুরী কায়েস পৃথক পৃথকভাবে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।

আরো শোক জানিয়েছেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (একাংশ)-এর সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক এবং সাবেক সভাপতি দর্পণ কবীর।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাংবদিক শওকত ওসমান রচি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহনারা বেগমের ইন্তেকাল

প্রকাশের সময় : ০৪:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

ইউএনএ,নিউইয়র্ক : বিশিষ্ট সাংবদিক, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (একাংশ) সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহনারা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন। গত ১২ মার্চ মঙ্গলবার তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি স্পেশালাইজড হসপিটালে ভর্তি ছিলেন। সুস্থ হবার পর বাসায় ফেরেন। কিন্তু বাসায় ফেরার একদিন পরই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।

এদিকে বুধবার (১৩ মার্চ) বাদ যোহর ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে আন নুরী জামে মসজিদ এ তার জানাজা অনুষ্ঠান শেষে ঐদিনই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় বলে জানা গেছে।

জাহানারা বেগম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি লাইব্রেরী সাইন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন। তিনি ধানমন্ডি গার্লস স্কুলে শিক্ষকতা করার পর পাবলিক লাইব্রেরীতে চাকরি করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে লাইব্রেরীয়ান পদ থেকে অবসর নেন। চাকরিজীবনের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করতেন। বিভিন্ন দৈনিকে নিয়মিত কবিতা-গল্প-সাময়িকী প্রকাশের পাশাপাশি এ পর্যন্ত প্রায় ১৬টি বই প্রকাশ হয়েছে। মরহুমার একমাত্র সন্তান সাংবাদিক শওকত ওসমান রচি নিউইয়র্কে বসবাস করেন।

শোক প্রকাশ: সাংবাদিক শওকত ওসমান রচি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহানারা বেগমের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও ক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও আবু তাহের এবং সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ও শিবলী চৌধুরী কায়েস পৃথক পৃথকভাবে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।

আরো শোক জানিয়েছেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (একাংশ)-এর সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক এবং সাবেক সভাপতি দর্পণ কবীর।