নিউইয়র্কে ফোবনা সম্মেলনের উদ্বোধন
- প্রকাশের সময় : ০২:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ৪১৫ বার পঠিত
জাতীয় সঙ্গীত, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার গণ আন্দোলনে পুলিশের গুলি ও সহিংসতায় নিহত ছাড়াও ভয়াবহ বন্যায় মুত্যুবরণকারীদেও প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ, নিরবতা পালন আর এক গুচ্ছ রং বে রং এর বেলুল উড়িয়ে উদ্যোধন হলো নিউইয়র্কে আয়োজিত ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশনস অব নর্থ আমেরিকা-ফোবনা সম্মেলন। শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় ম্যারিয়ট নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট হোটেলের বলরুমে এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। তিন দিনের এই সম্মেলনের কর্মকান্ড চলবে রোববার পর্যন্ত। সম্মেলনগুলোর অনুষ্ঠানমাল মধ্যে থাকছে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, রকমারী স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
সম্মেলন প্রথম দিন ছিলো শুরু উদ্বোধনী পর্ব। এই পর্বে ফোবানা’র চেয়ারম্যান গিয়াস আহমেদ, প্রধান উদেষ্টা ডা. মাসুদুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারী দেওয়ান এ আজিম জুয়েল, কনভেনর আসিফ বারী টুটুল প্রমুখ বক্তব্য রাখেন। এই পর্ব পরিচালনা করেন মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলায়মান। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।