ওজনপার্কে ‘আমার বাড়ী’ রেষ্টুরেন্টের উদ্বোধন
- প্রকাশের সময় : ০২:২২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ১৩৪ বার পঠিত
নিউইয়র্কের ওজনপার্কে উদ্বোধন হলো ‘আমার বাড়ী’ নামের নতুন রেষ্টুরেন্ট। জন্মদিন, সুইট সিক্সনটিন ও বিবাহ সহ যে কোন ধরণের অনুষ্ঠানের সুবিধা সহ শুক্রবার (২৩ আগষ্ট) বাদ জুম্মা ১০-৭৫/এ লিবার্টি এভিনিউতে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্টটি। চোখ জুড়ানো কারু কাজ। নতুন সাজে সজ্জিত। দেখে সহজেই বোঝা যায় নতুন কোন কিছু। এটি ‘আমার বাড়ি’ নামের নতুন রেস্টুরেন্ট। যেন প্রবাসী বাংলাদেশীদের রুচি সম্মত বাঙালী খাবারের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট।
আমার বাড়ী রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা আহমেদ আবু ওবাইদা। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বুরহান উদ্দিন কফিল সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। রেষ্টুরেন্টটির দুই কর্নধার মোহাম্মদ কাউসার ও কামরুল ইসলাম আগত অতিথিদের স্বাগত জানান।
কামরুল ইসলাম জানান, নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের চাহিদার কথা ভেবেই নিজেদের বাড়ীর মতো সাজানো হয়েছে, আমার বাড়ী রেষ্টুরেন্ট। এদিকে নতুন এই রেষ্টুরেন্ট দৃষ্টি কেড়েছে প্রবাসীদের। রেষ্টুরেন্টটিতে সরজমিনে গিয়ে দেখা যায় কেউ খাচ্ছেন গরুর মাংসের তেহারি। কেউবা আবার খাচ্ছেন চিকেন বিরিয়ানি। তবে সবকিছু ছাড়িয়ে ডাল, মাছ, ভাতের দিকেই যেন আকর্ষণ বেশি প্রবাসী বাংলাদেশীদের। দেশীয় স্বাদের কথা বিবেচনা করেই রেস্টুরেন্ট মালিক তাদের এই রেস্টুরেন্ট চালু করেছেন জানান এক স্টাফ। দেশীয় খাবার, রুচি সম্মত পরিবেশ আর সুলভ মূল্যে বাঙালীয়ানায় তৃপ্তি সহকারে খাবারের রেষ্টুরেন্ট হিসেবে সবার বাড়ী হবে ‘আমার বাড়ী’ রেষ্টুরেন্ট’ এমনটাই আশা কর্তৃপক্ষের।