ঢাকার বন্ধু বাবুর আগমনে নিউইয়র্কে আবারো বন্ধু সভা
- প্রকাশের সময় : ১১:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৫ বার পঠিত
ইউএনএ,নিউইয়র্ক : এসএসসি ৮৪ ব্যাচ বাংলাদেশ-এর ঢাকার বন্ধু আফজালুর রহমান বাবুর আগমনে যুক্তরাষ্ট্র সফর উপলক্ষ্যে নিউইয়র্কে এসএসসি ৮৪ ব্যাচ বন্ধুদের আবারো বন্ধু সভা অনুষ্ঠিত হলো। ব্যতিক্রমী এই সভায় ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা, গান আর নৈশভোজ। অনাড়ম্বর এই সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক বন্ধু বাবুকে সম্মানণা জানানো হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধশত চুরাশিয়ান বন্ধু অংশ নেয়। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ পানশী রেষ্টুরেন্টের মিলনায়তনে গত ২৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় এই বন্ধু সভার আয়োজন করা হয়। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূল আয়োজক ও পৃষ্ঠপোষক বন্ধু শেখ ইয়াসমীন। এসময় বন্ধু বাবু সহ উপস্থিত সকল বন্ধুকে হাতে তৈরী নানা রঙের ফ্লাওয়ার ব্যাচ পরিয়ে দেয়া হয়। এরপর পরিচিতি পর্ব শেষে নৈশ ভোজের সাথে চলে সঙ্গীত পর্ব। এতে সঙ্গীত পরিবেশন করেন হাসান মাহমুদ, দিপক ও ঝুলুন সেন। তাদের সাথে যোগ দেন শাহীন, সৈয়দ মাহবুবুর রহমান লিপু, মাসুদ, শেখ ইয়াসমিন সহ অনেকে। পরবর্তীতে ফটোশেসন পর্বে সকল বন্ধুদের পক্ষ থেকে অতিথি বন্ধু বাবুর হাতে ফুলের তোড়া আর শুভেচ্ছা কার্ড তুলে দেন শেখ ইয়াসমিন এবং ক্রেস্ট তুলে দেন নাদির এ খান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্লোরিডা ফ্লোরিডা রাজ্যে আগামী ২-৩ মার্চ সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ২৮তম এশিয়ান এক্সপো মেলায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বন্ধু আফজালুর রহমান বাবু যুক্তরাষ্ট্র সফল করছেন।
এদিকে সংশ্লিস্টরা বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, গত বছর নায়াগ্রা ফলসে আয়োজিত পূণর্মিলর্নী অনুষ্ঠানের সফলতার পথ ধরে এবছর এসএসসি ৮৪ ব্যাচ নর্থ আমেরিকার বার্ষিক পূনর্মিলনী আগামী ২০ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। এবারের ভেন্যু নির্ধারন করা হয়েছে টেক্সাস রাজ্যের হিউস্টন শহরের হিলটন হিউস্টন নাসা ক্লিয়ার লেক। চলছে রেজিষ্ট্রেশন।