পুলিশের গুলিতে নিহত উইন রোজারিওর পরিবারের সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার পরিকল্পনা

- প্রকাশের সময় : ০৬:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৮৬ বার পঠিত
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন পুলিশের গুলিতে নিহত বাংলাদেশী উইন রোজারিও’র পরিবার। মঙ্গলবার (২৫ জুন) তারা সিটি কর্তৃপক্ষকে লিখিত আকারে মামলা করার পরিকল্পনার কথা জানান। এছাড়া তারা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও দেখা করেছেন। এ ঘটনায় মেয়রের কার্যালয় বলছে এমন ঘটনায় তারা মর্মাহত হয়েছেন এবং মামলা করা হলে অবশ্যই তারা এটি পর্যালোচনা করবেন। এছাড়াও এনওয়াইপিডি’র একজন মুখপাত্র একই ধরনের মন্তব্য করেছেন।
উইন রোজারিও গত ২৭ মার্চ বুধবার দুপুরে নিউইয়র্ক সিটির ওজোনপার্ক এলাকায় তাদের বাসায় পুলিশের গুলিতে নিহত হন। পরিবারের অভিযোগ রোজারিও ছিলো মানসিকভাবে অসুস্থ। পুলিশ ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছে। ঘটনার দিন বেলা দেড়টার দিকে পুলিশ বাসার ভিতরে মা আর ছোট ভাইয়ের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়। এর আগে রোজারিও নিজেই ৯১১-এ ফোন করে পুলিশ কল করে। পরে চিন ফ্রানকো এবং এলন গি নামের দু’জন পুলিশ অফিসার তাদের বাসায় আসলে রোজারিও ক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীতে প্রকাশিত ভিডিও-তে দেখা যায় ঘটনার সময় রোজারিও রান্না ঘরে ব্যবহৃত সিজার নিয়ে পুলিশের দিতে তাড়া করলে তার মা রোজারিওকে বাধা দেয় এবং ঝাপটে ধরে রাখার চেষ্টা করে। তখন রোজারিওর মা নতান ইভা কস্তা পুলিশকে বলেন, তার চেলে মানসিকভাবে অসুস্থ। এতে পুলিশ অফিসারদ্বয় কর্ণপাত না করে ঘটনার এক পর্যায়ে মা ও ছোট ভাই উৎস রোজারিওর সামনেই উউন-কে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি করে। এতে উইন রোজারিও মারা যায় এক পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়।
উইন রোজারিওদের দেশের বাড়ী গাজীপুর জেলায়। ঘটার সময় তার বাবা বাবা ফ্রান্সিস রোজারিও কাজে ছিলেন। এদিকে উইন রোজারিও হত্যার প্রতিবাদে সিটি হলের সামনে ছাড়াও ওজনপার্ক ও জ্যাকসন হাইটসে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব সমাবেশে রোজারিও হত্যার বিচার দাবী এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে।