বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকারের কন্যা তন্বী’র ইন্তেকাল
- প্রকাশের সময় : ০১:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ২২৪ বার পঠিত
একাত্তুরের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ডের সাবেক সদস্য, বিশিষ্ট রিয়েল এসেস্টট ব্যবসায়ী সরাফ সরকারের কন্যা তন্বী ইন্তেকাল করেছেন। মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার (৩১ আগষ্ট) দিবাগত রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৩৬ বছর। মৃত্যুকালে তন্বী মা-বাবা, স্বামী, এক সন্তান এবং দুই বোন ও এক ভাই সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছে। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ সরাফ সরকার ময়মনসিংহ জিলা সমিতি ইউএসএ’র সাবেক প্রধান উপদেষ্টা এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি।
মুক্তিযোদ্ধা সরাফ সরকার জানান, তন্বী বিগত তিন বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। এরমধ্যে তার দু’বার সার্জারী হয় এবং কেমো থেরাপী চলছিলো। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তাকে শেষপর্যন্ত হাসপাতাল থেকে জ্যামাইকার বাসায় আনা হয়। বাসায় তার শেষ চিকিৎসা চলছিলো। কিন্তু শনিবার রাত ১ টা ৪২ মিনিটে তন্বী শেষ নি:শ্বাস ত্যাগ করে চিরতরে বিদায় নেয়। তার সাড়ে ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে।
সরাফ সরকার জানান, আমার তিন মেয়ে আর এক ছেলের মধ্যে তন্বী ছোট ছিলো। সে নিউইয়র্কের বারুক কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করে ভালো চাকুরী করছিলো।
এদিকে রোববার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে তন্বীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নাজাজায় ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। নামাজের আগে সরাফ সরকার উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজায় প্রবাসী ময়মনসিংহবাসী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে তন্বীর মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডের কবর স্থানে দাফন করা হবে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি ফিউনেরাল হোমে রাখা হয়েছে।