যুক্তরাষ্ট্রের নিউজার্সী প্রবাসীর দেশের বাড়ীতে হুমকীর অভিযোগ
- প্রকাশের সময় : ১২:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১২৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউজার্সী রাজ্যে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী নির্মল মন্ডলের দেশের বাড়ীতে দূর্বৃত্তরা আক্রমণ চালিয়ে নানা ভয়-ভীতি প্রদর্শন ও হুমকী প্রদান করেছে কবলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী নির্মল মন্ডলের গ্রামের বাড়ী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেরার গাজীছাইল। গত ৬ আগষ্ট বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে ঐ ঘটনা ঘটে। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্রের নাগরিক নির্মল মন্ডল এই ইউএনএ প্রতিনিধিকে বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর ঘটনার দিন দুপুরে দু’জন দূর্বৃত্ত কাপড় দিয়ে মুখ ঢেকে আমাদের বাড়ী যায়। সেসময় বাড়ীতে আমার ৮০ বছর বয়সী বয়োবৃদ্ধ মা একাই বাড়িতে ছিলেন। ২৫/৩০ বছর বয়সী দূর্বত্তরা বাড়ীতে প্রবেশ করে আমার মাকে ভয়-ভীতি দেখান এবং বাড়ী-ঘর ছেড়ে চলে যাওয়ার হুমকী দেন। নির্মল মন্ডলের ধারনা, তাদের অনপুস্থিতিতে বাড়ীটি দখল করতেই এই হুমকী দেয়া হয়েছে।
নির্মল মন্ডল বলেন, তারা দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই পরিমল মন্ডল চাকুরীর সুবাদে সপরিবারে ঢাকায় বসবাস করেন এবং আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। বাড়ীতে তার মা একা বসবাস করছেন এবং ছুটিতে তার ছোট ভাই গ্রামের বাড়ীতে যাতায়াত করতেন। উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসী নির্মল মন্ডল তার মা ও পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দূর্বৃত্তরা বাড়ীটি দখলের পায়তারা করছেন। এ অবস্থায় তিনি স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তার দাবী করেছেন।