নিউইয়র্ক ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাবের যাত্রা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৬ বার পঠিত

ইউএনএ,নিউইয়র্ক : আমেরিকান রাজনীতির সাথে বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির সেতুবন্ধনকে আরো শক্তিশালী করতে গঠিত হলো ‘কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাব’ (সিইউডিসি) নামে নতুন একটি সংগঠন। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ২ ফেব্রুয়ারী শুক্রবার। এ উপলক্ষ্যে ঐদিন সন্ধ্যায় জ্যামাইকার পার্সনবুলেভার্ডের একটি রেঁস্তোরায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নব গঠিত ক্লাবের আহ্বায়ক হিসেবে মিজান চৌধুরীকে আহবায়ক এবং সৈয়দ আল আমীন রাসেলকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। খবর ইউএনএ’র।

‘ক্লাব সফট লাঞ্চ’ শীর্ষক ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি ল্যু এবং অ্যাক্টিং সুপ্রিম কোর্ট জাস্টিস সেলি উনগার। অনুষ্ঠানে ক্লাবের উদ্যোক্তারা জানান, বাংলাদেশী কমিউনিটিকে মূলধারার রাজনীতিতে সংযুক্ত করতে সংগঠনটি কাজ করবে। এছাড়াও নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মিজান চৌধুরীকে আহবায়ক এবং সৈয়দ আল আমিন রাসেলকে সদস্য সচিব করে ‘কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: যুগ্ম আহ্বায়ক- সিলভিয়া মিরান্ডা, কামরুল ইসলাম সনি ও রাসেক মালিক, যুগ্ম সদস্য সচিব- শাহানাজ হোসেন, সদস্য যথাক্রমে রিচার্ড লরেন্স, ডা. মুর্তজা হুসেইনিন, বিষ্ণু মহাদেব, মোহাম্মদ এস আলম, শাইক মুরাদ, আক্তার বাবুল, বাবুল হাওলাদার, অসীম দ্বীন, হাসান সুমন, ফারুক হোসেন রনি, মোহাম্মদ এস আলম সহ আরও অনেকে।ক্লাবটির উপদেষ্টা পরিষেদে রয়েছেন: রোন্ডা বিন্দা, ইভন এস পাচাই, মোহাম্মদ আনিসুর কবির জাসির, লারা গ্রেগরি এসক, ডারমিন বাচু, এসকিউ ইথান ফেল্ডার, এসক ডনি হোয়াইটহেড, নাহিদ করিম, মাসুদ রহমান, আফতাব উদ্দিন এবং মান্নান মোহাম্মদ ইসতিয়াক হোসেন।

অনুষ্ঠানে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও ডেমোক্র্যাটিক পার্টি সমর্থকদের মধ্যে উল্লেখ্যযোগ্য ব্যাক্তিবর্গের মধ্যে ডা. বর্ণালী হাসান, আহসান হাবীব, অ্যান্ডি চেন, সাতনাম সিং, আতিক কাদরী, রান্দা বিন্দা, মনজুর আহমেদ চৌধুরী, লারা, গ্রেগরি এসক, দারমিন বাচু, ইথান ফেল্ডার, হুসাইন, আদনান বুখারী, মনদীপ সিং, আতিক রহমান, নীরা কাদরী, মোশারফ হোসেন, এডভোকেট মুজিব রহমান, মুজিবুর রহমান, এডভোকেট এম মতিউর রহমান, ড. সালাহ আহমেদ, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান, মোহাম্মদ জাসির, আখতার বাবুল, কামরুল ইসলাম সোনি, রাসেক মালিক, বাবুল হাওলাদার, মোহাম্মদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাবের যাত্রা

প্রকাশের সময় : ০৮:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

ইউএনএ,নিউইয়র্ক : আমেরিকান রাজনীতির সাথে বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির সেতুবন্ধনকে আরো শক্তিশালী করতে গঠিত হলো ‘কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাব’ (সিইউডিসি) নামে নতুন একটি সংগঠন। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ২ ফেব্রুয়ারী শুক্রবার। এ উপলক্ষ্যে ঐদিন সন্ধ্যায় জ্যামাইকার পার্সনবুলেভার্ডের একটি রেঁস্তোরায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নব গঠিত ক্লাবের আহ্বায়ক হিসেবে মিজান চৌধুরীকে আহবায়ক এবং সৈয়দ আল আমীন রাসেলকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। খবর ইউএনএ’র।

‘ক্লাব সফট লাঞ্চ’ শীর্ষক ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি ল্যু এবং অ্যাক্টিং সুপ্রিম কোর্ট জাস্টিস সেলি উনগার। অনুষ্ঠানে ক্লাবের উদ্যোক্তারা জানান, বাংলাদেশী কমিউনিটিকে মূলধারার রাজনীতিতে সংযুক্ত করতে সংগঠনটি কাজ করবে। এছাড়াও নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মিজান চৌধুরীকে আহবায়ক এবং সৈয়দ আল আমিন রাসেলকে সদস্য সচিব করে ‘কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: যুগ্ম আহ্বায়ক- সিলভিয়া মিরান্ডা, কামরুল ইসলাম সনি ও রাসেক মালিক, যুগ্ম সদস্য সচিব- শাহানাজ হোসেন, সদস্য যথাক্রমে রিচার্ড লরেন্স, ডা. মুর্তজা হুসেইনিন, বিষ্ণু মহাদেব, মোহাম্মদ এস আলম, শাইক মুরাদ, আক্তার বাবুল, বাবুল হাওলাদার, অসীম দ্বীন, হাসান সুমন, ফারুক হোসেন রনি, মোহাম্মদ এস আলম সহ আরও অনেকে।ক্লাবটির উপদেষ্টা পরিষেদে রয়েছেন: রোন্ডা বিন্দা, ইভন এস পাচাই, মোহাম্মদ আনিসুর কবির জাসির, লারা গ্রেগরি এসক, ডারমিন বাচু, এসকিউ ইথান ফেল্ডার, এসক ডনি হোয়াইটহেড, নাহিদ করিম, মাসুদ রহমান, আফতাব উদ্দিন এবং মান্নান মোহাম্মদ ইসতিয়াক হোসেন।

অনুষ্ঠানে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও ডেমোক্র্যাটিক পার্টি সমর্থকদের মধ্যে উল্লেখ্যযোগ্য ব্যাক্তিবর্গের মধ্যে ডা. বর্ণালী হাসান, আহসান হাবীব, অ্যান্ডি চেন, সাতনাম সিং, আতিক কাদরী, রান্দা বিন্দা, মনজুর আহমেদ চৌধুরী, লারা, গ্রেগরি এসক, দারমিন বাচু, ইথান ফেল্ডার, হুসাইন, আদনান বুখারী, মনদীপ সিং, আতিক রহমান, নীরা কাদরী, মোশারফ হোসেন, এডভোকেট মুজিব রহমান, মুজিবুর রহমান, এডভোকেট এম মতিউর রহমান, ড. সালাহ আহমেদ, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান, মোহাম্মদ জাসির, আখতার বাবুল, কামরুল ইসলাম সোনি, রাসেক মালিক, বাবুল হাওলাদার, মোহাম্মদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।