জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- প্রকাশের সময় : ০৮:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৫২ বার পঠিত
ঐতিহ্য গৌরব, সংগ্রাম ও সাফল্যের জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১ জানুয়ারী সোমবার বিকাল ৫ ঘটিকায় এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলানায়তনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াস মজুমদার ও উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে অতিথি ছাড়াও আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাপা’র সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মীর জাকির, জাপার মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফি উল আলম, কোষাধক্ষ্য জি এম ইলিয়াস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, সদস্য মনির আহমেদ, এষ্টোরিয়া সোসাইটির সভাপতি আবুল বাশর মিলন, বলাকা সোসাইটির সভাপতি আজাহুরুল হক খোকা, সদস্য আব্দুল মোতালেব, সদস্য মোহাম্মদ জিনড়বা, মিজানুর রহমান, এস আর সেলিম, আবুল খায়ের আকন্দ, মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য মিজানুর রহমান প্রমুখ।
আলোচনার শুরুতে বাংলাদেশের সনামধন্য শিল্পী কানিজ ফাতেমার কন্ঠে দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং গত ২০২৩ সাল থেকে ইতিপূর্বে জাতীয় পার্টির যেসকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্নার মাগফেরাত কমনায় উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ বেঁচে নেই, কিন্ত নেতার আদর্শ নিয়ে আমরা আগামী বৎসর পার্টির জন্য কাজ করে যাব। তিনি গ্রাম বাংলার গরীব শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। জাতীয় পার্টির সৎ চরিত্রবান মানুষের হাতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা কমিটি দিতে হবে। যারা নিজের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে পত্রিকায় প্ররোচনা করেন তাদের পার্টি থেকে বহিষ্কার করার জন্য দলের চেয়ারম্যান ও মহাসচিব এর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ পার্টির সকলে মিলেমিশে কাজ করার যে আহবান জানান জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নেত্রীকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। আগামী দিনে রংপুর হবে এরশাদের ঘাটি। বর্তমান সরকার দেশের মানুষকে কোন ভাবে সম্মান জানান না। আজ শুন্য দলের অংশগ্রহনে নির্বাচন করিতেছে, ১৮ কোটি মানুষ আজ তাহাদের নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখে। দেশে আজ আওয়ামী এক নায়াতন্ত্র কায়েম করছে, সাধারন মানুষের ভোট দেওয়ার পরিবেশ সৃষ্ঠি করুন। সবশেষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের জন্য দোয়া করা হয়।