শো টাইম মিউজিক’র উদ্যোগে
হাডসন নদীর বুকে আকবর হায়দার কিরনের জন্মদিন পালন
- প্রকাশের সময় : ১২:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১২৭ বার পঠিত
ভয়েস অব আমেরিকা ও বিবিসি খ্যাত সাংবাদিক, লেখক ও টিভি ব্যক্তিত্ব আকবর হায়দার কিরনের জন্মদিন পালিত হলো নিউইয়র্কের হাডসন রিভারের বুকে। গত ৭ জুলাই রোববার শো টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত রিভার ক্রুজ-এর অনুষ্ঠানে সাংবাদিক কিরণের জন্মদিনের কেক কেটে সবাইকে চমৎকৃত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আলমগীর খান আলম। খবর ইউএনএ’র।
অত্যন্ত জমজমাট মিউজিক কনসার্টের মাঝে আকবর হায়দার কিরনের জন্মদিন পালন ও বিশেষ কেক কাটা ছিলো একটি অনন্য দৃষ্টান্ত। কেক কাটার সময় নিহার সিদ্দিকী, রিদোয়ান হক, হুমায়ুন কবীর ঢালী, আবদুর রশিদ বাবু, কামরুজ্জামান বকুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রবাসে বাংলা সংস্কৃতি আর বিনোদনের অন্যতম উদ্যোক্তা আলমগীর খান আলম একটানা ২২তম ঢালিউড অ্যাওয়ার্ডস আয়োজন করে ইতিহাস সৃষ্টি করেছেন। তার অনুষ্ঠানে বাংলাদেশের বিনোদন জগতের বিশেষ করে সিনেমা, সঙ্গীত ও টিভি নাটকের তারকা শিল্পীরা ভারতীয় তারকা শিল্পীরাও যোগ দিয়েছেন। দেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন-কে নিউইয়র্কের এক মঞ্চে গান গাওয়ানোর ইতিহাস আলমের।
উল্লেখ্য, এবছর শো টাইম মিউজিক আয়োজিত ২২তম ঢালিউড-এর প্রথম পর্ব আয়োজিত হয় জ্যামাইকার আমাজুরা হলে। এবং দ্বিতীয় পর্ব আয়োজিত হবে এই সপ্তাহান্তে বাংলাদেশী অধ্যুষিত বাফলোতে।