নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র খালেদা জিয়ার জন্মদিন পালন
- প্রকাশের সময় : ০৫:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৭৩ বার পঠিত
মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সিটির ব্রুকলীনের চার্চ-ম্যাগডোনাল্ড-এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার স্থানীয় হালাল বাস্কেট রেস্টুরেন্টের ব্যাকইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমলাক হোসেন ফয়সাল। তাকে সহযোগিতা করেন ব্রুকলীন বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, আব্বাস উদ্দিন (সাবেক সদস্য), নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব কামরু হোসেন, রাকিব হোসেন, মাজহারুল ইসলাম মিরন, ব্রুকলীন নেতা গোলাম মাহমুদ, এস এম ইদ্রিস আলম, মোঃ দিদারুল আলম, মোহাম্মদ আইয়ুব বাঙ্গালী, মোঃ সামছুদ্দিন, মোঃ ইয়াছিন, মোঃ জোহা, দেলোয়ার হোসেন, রেদুওয়ানুল বারী, আজিজুল হায়দার, ফাছিনুল মওলা খান, ছামেদ আহম্মেদ, ফেরদৌস আলম, বেলায়েত হোসেন, আনোয়ার মিয়া, মোঃ কাউসার সরদার, মোহাম্মদ আবদুল করিম ভুট্টো, মোঃ হেলাল উদ্দিন, আবুল কাশেম, আক্তার, এ জুয়েল, কাজী মহিম, আজাদ,মোহাম্মদ টিটু, মোঃ ফারুক, আবদুল খান, জুয়েল শেখ, কামাল পাশা, জাহিদুল ইসলাম, আফসার হোসেন, জামশেদ হৃদয়, মোঃ দুলাল, আরিফুজ্জামান, নুর উদ্দিন, লিটন মিয়া, মনির আহম্মেদ, জামশেদুর রহমান, এনায়েত উল্লাহ সুমন, শহীদ উল্লাহ, মনিরুজ্জামান সোহাগ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলমগীর হোসেন মৃধা তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।
মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন তার বক্তব্যে শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমানের হাতে শক্তিশালী করার জন্য সকল আত্ম স্বার্থ চরিতার্থের রাজনীতি পরিহার করে আগামীর সুন্দর বাংলাদেশে সহনশীল রাজনীতির উপর জোর দেন।
মোহাম্মদ বদিউল আলম বলেন, ঐক্যবদ্ধ বিএনপির ঐক্যেই আমাদের সফলতা আসবে। তাই সকলকে আগামীতে দেশমাতার আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির জন্য সকল শহীদদের স্মৃতিচারণ করেন এবং এই স্বাধীনতা ধরে রাখার জন্য সকলকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন শেখ হাসিনা ভারতে বসে এখনও ষড়যন্ত্রের জাল বিস্তার করার চেষ্টায় লিপ্ত আছেন।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামীতে তারেক রহমান এবং বেগম জিয়ার নেতৃত্বে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি।