নিউইয়র্ক ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাঁতার কাটতে গিয়ে নিউজার্সীতে বাংলাদেশী বংশোদ্ভুত যুবকের মৃত্যু

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৩১০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সামার মৌসুমের শুরুতেই নিউজার্র্সী ষ্টেটে সাগরে সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান এহসান আমান উল্লাহ নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। ১৮ বছর বয়সী এহসান মঙ্গলবার (২৫ জুন) বিকেল আটলান্টিক সাগরের মোহনায় বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়েছিলেন। খবর ইউএনএ’র।

জানা যায়, নিউজার্সীর ন্যূয়ার্কের কাছেই সাগর মোহনার ছোট একটি দ্বীপের কাছে সাঁতারের একপর্যায়ে গভীর জলে তলিয়ে যান এহসান। উদ্বারকারীরা খবর পেয়ে উদ্ধার চালায়। কিন্তু রাত বেশী হওয়ায় ওয়েস্ট মিলফোর্ড পুলিশ মঙ্গলবার রাতে সাগরে তল্লাসি স্থগিত রাখে। পরদিন বুধবার সকাল থেকে ষ্টেট পুলিশের উদ্ধারকারী দলসহ মেরিন ডুবুরীরা ব্যাপক তল্লাসি চালিয়ে এহসান আমান উল্লাহ’র মৃতদেহ উদ্ধার করে।

ছবি: এহসান আমান উল্লাহ

নিউজার্সী প্রবাসী বাংলাদেশী ইঞ্জিনিয়ার সাদি উল্লাহ’র দুই ছেলের মধ্যে দ্বিতীয় এহসান সদ্য স্কুল গ্র্যাজুয়েট করে রাটগার্টস ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রক্রিয়ায় ছিল। নিউজার্সীর র‌্যান্ডল শহরে পরিবারটি বসবাস। সে স্থানীয় মরিস কাউন্টি ভোকেশনাল স্কুলের ছাত্র ছিলো। এদিকে ইঞ্জিনিয়ার সাদি উল্লাহ মাত্র দুইদিন আগে পবিত্র হজ্ব পালন করে আমেরিকায় ফিরেছেন। এহসানের মেক্সিকান মা ছেলের এ দুর্ঘটনার সময় মেক্সিকো সফর করছিলেন।

নিউজার্সীতে বসবাসরত কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ কবীর জানান, সুদর্শন যুবক এহসান আমান উল্লাহ মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিউজার্সীর ইসলামিক সেন্টার অব মরিস কাউন্টিতে শুক্রবার (২৮ জুন) বাদ জুমা এহসানের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাঁতার কাটতে গিয়ে নিউজার্সীতে বাংলাদেশী বংশোদ্ভুত যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের সামার মৌসুমের শুরুতেই নিউজার্র্সী ষ্টেটে সাগরে সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান এহসান আমান উল্লাহ নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। ১৮ বছর বয়সী এহসান মঙ্গলবার (২৫ জুন) বিকেল আটলান্টিক সাগরের মোহনায় বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়েছিলেন। খবর ইউএনএ’র।

জানা যায়, নিউজার্সীর ন্যূয়ার্কের কাছেই সাগর মোহনার ছোট একটি দ্বীপের কাছে সাঁতারের একপর্যায়ে গভীর জলে তলিয়ে যান এহসান। উদ্বারকারীরা খবর পেয়ে উদ্ধার চালায়। কিন্তু রাত বেশী হওয়ায় ওয়েস্ট মিলফোর্ড পুলিশ মঙ্গলবার রাতে সাগরে তল্লাসি স্থগিত রাখে। পরদিন বুধবার সকাল থেকে ষ্টেট পুলিশের উদ্ধারকারী দলসহ মেরিন ডুবুরীরা ব্যাপক তল্লাসি চালিয়ে এহসান আমান উল্লাহ’র মৃতদেহ উদ্ধার করে।

ছবি: এহসান আমান উল্লাহ

নিউজার্সী প্রবাসী বাংলাদেশী ইঞ্জিনিয়ার সাদি উল্লাহ’র দুই ছেলের মধ্যে দ্বিতীয় এহসান সদ্য স্কুল গ্র্যাজুয়েট করে রাটগার্টস ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রক্রিয়ায় ছিল। নিউজার্সীর র‌্যান্ডল শহরে পরিবারটি বসবাস। সে স্থানীয় মরিস কাউন্টি ভোকেশনাল স্কুলের ছাত্র ছিলো। এদিকে ইঞ্জিনিয়ার সাদি উল্লাহ মাত্র দুইদিন আগে পবিত্র হজ্ব পালন করে আমেরিকায় ফিরেছেন। এহসানের মেক্সিকান মা ছেলের এ দুর্ঘটনার সময় মেক্সিকো সফর করছিলেন।

নিউজার্সীতে বসবাসরত কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ কবীর জানান, সুদর্শন যুবক এহসান আমান উল্লাহ মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিউজার্সীর ইসলামিক সেন্টার অব মরিস কাউন্টিতে শুক্রবার (২৮ জুন) বাদ জুমা এহসানের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।