নিউইয়র্কে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৬:০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ৯২ বার পঠিত
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং অন্তর্ববর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ায় এবার ভিন্ন প্রেক্ষাপটে ১৫ আগষ্ট বৃহস্পতিবার নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সিটির জ্যাকসন হাইটস এলাকাবাসী ও জ্যামাইকা এলাকাবাসীর উদ্যোগে অতীতের মতো সর্বদলীয়ভাবে দোয়া মুনাজাত ও তবারক বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। এছাড়াও ব্রঙ্কসে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত শক্তি’র ব্যানারে আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচী পালন করা হয়। খবর ইউএনএ’র।
জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে প্রতিবছরে মতো এবছরও ১৫ আগষ্ট দোয়া মুনাজাত ও তবারক বিতরণ কর্মসূচী পালন করে। এদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের মাঝে তবারক হিসেবে ভাত-মাংস-ডাল-মিষ্টি বিতরণ করা হয়। এই কর্মসূচী সফর করতে জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি সাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি’র নেতৃত্বে মীর নিজামুল হকককে আহ্বায়ক ও মামুন মিয়াজীকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধুর মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, জ্যাকসন হাইটস এলাকাবাসী ২০০৩ সাল থেকে জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় ৭৩ স্ট্রীটে দোয়া মুনাজাত ও তবারক বিতরণ কর্মসূচী পালন করে আসছে। অরাজনৈতিক এই সংগঠনটির বিশেষ এই উদ্যোগ কমিউনিটিতে প্রশংসিত হয়েছে।
এদিকে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা শপক্ষ শক্তির ব্যানারে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এসময় প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পচাত্তরের ১৫ আগস্ট নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। অনুষ্ঠানে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিকান্ডের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
অপরদিকে নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৪ আগস্ট বুধবার স্থানীয় স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত শক্তি’র ব্যানারে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ।
স্থানীয় এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে আয়োজিত প্রথম পর্বের অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধু সহ পচাত্তুরের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া মহফিল শেষে এশিয়ান ড্রাইভিং স্কুল প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আয়োজক সংগঠন সহ বিভিন্ন সংগঠন। এসময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, মহিউদ্দিন দেওয়ান, সোলায়মান আলী, শাহনারা রহমান, এমদাদ চৌধুরী, সাখাওয়াত আলী, কফিল চৌধুরী, শাহীন কামালী, এইচ এম ইকবাল, নাফিউর রহমান তুরান, মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ সানাউল্লাহ, নুরুল ইসলাম মিলন, মঈজুর লস্কর জুয়েল, জামাল বক্সসহ আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। যুবলীগ নেতা শেখ জামাল হোসেন ও রেজা আব্দুল্লাহ স্বপন যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। তাই তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা থাকা উচিৎ। বক্তারা বলেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। আর বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের ইতিহাস হবে না।