নিউইয়র্ক ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আটাব’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১১ বার পঠিত

আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক (আটাব)’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার, সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল আসিফ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই সকলকে স্বাগত জানিয়ে মঞ্চে পরিচয় করিয়ে দেন অভিষেক কমিটির আহবায়ক মো: শামসুদ্দিন বসির ও সদস্য সচিব শ্যামল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোশারফ হোসেন।সংগঠনের সহ সভাপতি মাওলানা এমকে মাহামুদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে অভিষেকের মূল পর্ব শুরু হয়। এসময় অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন জেবিবিএ’র প্রাক্তন সভাপতি মোহাম্মদ পিয়ার, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ামান, প্রধান নির্বাচন কমিশনার মো: এম রহমান, নির্বাচন কমিশনার জাফর ফেরদৌস, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আব্দুল খালেন, নজরুল ইসলাম, আলী আকবর বাপ্পী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনকে গতিশীল করতে আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো।

সভাপতি তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ট্রাভেল্স ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে আরো বেশী উন্নত সেবা প্রদান করতেই আমরা একত্রিত হয়েছি। ২০১৭ সাল থেকে আমাদের অগ্রযাত্রার সুভ সূচনা। সভাপতি জোর দিয়ে বলেন, আটাবই একমাত্র সংগঠন, যেখান থেকে টিকেন কিনলে কোন প্রকার হয়রানির শিকার হবার সম্ভাবনা নেই। তাই সকলকে বলবো, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। তিনি বলেন, গ্রাহকদের কোন ধরণের অভিযোগ থাকলে, তা আটাব’র কাছে জানান, আমরা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আটাব’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক (আটাব)’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার, সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল আসিফ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই সকলকে স্বাগত জানিয়ে মঞ্চে পরিচয় করিয়ে দেন অভিষেক কমিটির আহবায়ক মো: শামসুদ্দিন বসির ও সদস্য সচিব শ্যামল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোশারফ হোসেন।সংগঠনের সহ সভাপতি মাওলানা এমকে মাহামুদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে অভিষেকের মূল পর্ব শুরু হয়। এসময় অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন জেবিবিএ’র প্রাক্তন সভাপতি মোহাম্মদ পিয়ার, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ামান, প্রধান নির্বাচন কমিশনার মো: এম রহমান, নির্বাচন কমিশনার জাফর ফেরদৌস, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আব্দুল খালেন, নজরুল ইসলাম, আলী আকবর বাপ্পী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনকে গতিশীল করতে আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো।

সভাপতি তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ট্রাভেল্স ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে আরো বেশী উন্নত সেবা প্রদান করতেই আমরা একত্রিত হয়েছি। ২০১৭ সাল থেকে আমাদের অগ্রযাত্রার সুভ সূচনা। সভাপতি জোর দিয়ে বলেন, আটাবই একমাত্র সংগঠন, যেখান থেকে টিকেন কিনলে কোন প্রকার হয়রানির শিকার হবার সম্ভাবনা নেই। তাই সকলকে বলবো, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। তিনি বলেন, গ্রাহকদের কোন ধরণের অভিযোগ থাকলে, তা আটাব’র কাছে জানান, আমরা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।