ফ্লোরিডায় এশিয়ান এক্সপো মেলা ২-৩ মার্চ
																
								
							
                                - প্রকাশের সময় : ১২:২৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
 - / ১৬৯ বার পঠিত
 
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে আগামী ২-৩ মার্চ সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ২৮তম এশিয়ান এক্সপো উপলক্ষে মেলার প্রস্তুতি ও যাবতীয় কার্যাদি চুড়ান্ত করার লক্ষ্যে এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় মেলালুকাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মেলার সদস্য সচিব এস আই জুয়েলের সঞ্চালনায় কনভেনর সঞ্জয় সাহার সভাপতিত্বে অনষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠকালীন সাধারণ সম্পাদক এম. ফজলুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন দিনাজ খান সহ সংগঠনের প্রাক্তন নেতা নান্নু আহমেদ, ওসমান চৌধুরী অপু, মোহাম্মদ আলমগীর, রানা খান, ইফতেখার চৌধুরী রিংকু ও মোহাম্মদ মুজিব উদ্দিন। সভায় সংগঠনের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন স্তরের নেতা ও কর্মীগণ তাদের মত প্রকাশ করেন।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রানা হক, কো-কনভেনর মোহাম্মদ আলমগীর, ইভেন্ট চেয়ারম্যান মোহাম্মদ হক রনি, সংগঠনের পরিচালকমন্ডলীর সদস্য ও সাবেক কনভেনর নূরুদ্দিন শেখ, কো-চেয়ারম্যান আশরাফ কামাল, কো-চেয়ারম্যান ডা. আনোয়ারুল করিম, চীফ কোর্ডিনেটর জনাব মোহাম্মদ সাজ্জাদ হাসান, ম্যাগাজিন চেয়ারম্যান মীর রাসেল, চন্দন দাস, শামীম আহমেদ প্রমুখ।

সভায় মেলা আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট এম, রহমান জহির মেলার প্রস্তুতি ও বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন যে, আগামী ১ মার্চ শুক্রবার অ্যাওয়ার্ড সিরোমনি ও গালা-নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ২ মার্চ শনিবার মেলার শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম, ওবায়দুল মোক্তাদির চৌধুরী। মেলায় বাংলাদেশ হতে আগত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে আমিনুল ইসলাম আমিন ও আফজালুর রহমান বাবু। এছাড়াও উপস্থিত থাকবেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যুল জেনারেল অফিস ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডার কর্মকর্তাবৃন্দ। সভায় তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন যে উক্ত অনষ্ঠানে উপস্থিত থাকেবেন ফ্লোরিডা রাজ্যের সিনেটর, কংগ্রেসম্যান ও স্থানীয় সিটির মেয়রগণ। তিনি অনষ্ঠিতব্য মেলাটি সাফল করতে সকলের প্রতি অনুরোধ জানান এবং কতিপয় দুর্নীতিগ্রস্থ নেতা কর্তৃক আত্নসাতকৃত ১৮৫,০০০/০০ ডলারের বিষয়টি জোড়ালোভাবে সকলকে অবহিত করেন।
পরিশেষে সভার সভাপতি সঞ্জয় সাহা তার সমাপনি ও জালাময়ী বক্তব্যে সকলকে একতা ও নিষ্ঠার সাথে কাজ করে সকল অপশক্তি রুখে মেলাটি সাফল্যমন্ডিত ও প্রাণবন্ত করার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি।
																			

















