আশা গ্রুপের সিইও আকাশ রহমানের বাবা শামসুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

- প্রকাশের সময় : ০৬:৩৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ১৭৫ বার পঠিত
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর রহমান মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী নিউইয়র্কে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ আগষ্ট) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, মরহুম শামসুর রহমান নিইউয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আশা গ্রুপ অব কোম্পানীজের কর্ণধার এবং সাপ্তাহিক সাদাকালো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক আকাশ রহমানের বাবা। দোয়া মাহফিলে নিইউয়র্কের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুম শামসুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চেয়ে দোয়া করা হয়। মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর পেশ ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ।
দোয়া মাহফিলে আকাশ রহমান তার বাবার স্মৃতিচারণ করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বাবা যখন মারা যান তখন তিনি আমাকে বলে গেছেন, ‘বাবা, তুমি কখনো কারো ক্ষতি করো না। আল্লাহও তোমার কোনো বিপদ দেবেন না।’ উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কারো ক্ষতি করবেন না। আল্লাহ আপনার ক্ষতি করবে না। মা-বাবাকে কষ্ট দেবেন না। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
দোয়া মাহফিলে সিনিয়র সাংবাদিক কাজী শামসুল হক, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ছাড়াও বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্রাট, আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান এবং ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ সহ কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন ও রিজিয়া পারভীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও এনামুল আজিম সম্রাট, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, বাংলা ট্রাভেলসের কর্ণধার বেলায়েত হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূর ইসলাম বর্ষণ, বক্সার সেলিম, আশা গ্রুপের জেনারেল ম্যানেজার মো. বোরহানুস সুলতান, এসিস্ট্যান্ট ম্যানেজার মনজুরুল আলম, সিনিয়র কোর্ডিনেটর মোহাম্মদ আসিফ আলম খান, মোহাম্মদ মাহফুজুল হোক চৌধুরী, ডে কেয়ার ডিরেক্টর তানভীর আহমেদ, এসএম ফরমান হোসাইন আশরাফ, মোহাম্মদ কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।