শুভা রহমানের একক চিত্রকর্মের মাসব্যাপী প্রদর্শনী শুরু ১৫ মার্চ

- প্রকাশের সময় : ১২:৪২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১১৭ বার পঠিত
আগামী ১৫ মার্চ শুক্রবার ২০২৪ থেকে In Quest of Infinitely শিরোনামে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির মোজাইক আর্ট স্পেসে (৪৯-২৮ ৩১ প্লেস লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১) মাসব্যাপী শুরু হতে যাচ্ছে শিল্পী শুভা রহমান এর প্রথম একক চিত্র প্রদর্শনী। বেশ কিছু বড় আকারের ছবি স্থান পাবে এই প্রদর্শনীতে। ছবিগুলো তার অতি সমসাময়িক সময়ের আঁকা।
শিল্পীর ছবির মূল বিষয় প্রকৃতি। অরণ্য বৃক্ষ লতাগুল্ম আকাশ নীলিমা হ্রদ ও পর্বতমালা তার চিত্রমালার দৃশ্যপট জুড়ে থাকে। তেল রঙে ছবি আঁকেন এবং ছবি আঁকার মূল উপাদান ক্যানভাস। এক্সপ্রেশনিজম ধারার ছবি আঁকেন, তাকে বলা যায় প্রকৃতিবাদী শিল্পী।
নিউইয়র্ক এ বসবাসকারী এই চিত্রশিল্পী, পেশায় একজন স্থপতি, জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায়। শিল্পকলার বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রে অনেক সৃষ্টিশীল কাজের সাথে তিনি যুক্ত। এক সময় থিয়েটারের জন্য মঞ্চ পরিকল্পনা এবং কস্টিউম ডিজাইন করেছেন। শৈশব থেকেই তিনি ছবি আঁকতে শুরু করেন। বাবা-মা’র প্রথম সন্তান শুভা রহমান এক কন্যা সন্তানের জননী।