পেনসিলভেনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু
- প্রকাশের সময় : ১১:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ৯৭ বার পঠিত
ইউএনএ,নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের ডেলোয়ারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তার নাম ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫)। দেশের বাড়ী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সালামত উল্লাহ মেম্বার বাড়ী, ওর্য়াড নং ১, চর পার্বতী। খবর ইউএনএ’র।
জানা গেছে, শুক্রবার (১২ জানুয়ারী) সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়ার কাউন্টির ক্রাম লিনে ও-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ও-৯৫ নর্থেও র্যাম্প এর মুখে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী মোটরসাইকেল চালক ফিরোজ আলম জাহাঙ্গীর নিহত হন। রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে একটি টয়োটা ক্যামরির চালক বাংলাদেশীর মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। ফিরোজ আলম জাহাঙ্গীর মাত্র বছর দেড়েক পূর্বে আমেরিকায় এসে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর উবার ইটসে কাজ করছিলেন।
ফিরোজ আলম জাহাঙ্গীর বর্তমানে তিনি আপারডাবীতে বসবাস করতেন। দেশে তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ পুলিশ হেফাজতে মর্গে রয়েছে। দেশে তার পরিবারের সাথে কথা বলে তাদের ইচ্ছে মোতাবেক মরহুমের লাশ দেশে পাঠানো হবে নাকি এখানেই দাফন করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

















