টেক্সাসে সড়ক দূর্ঘটনায় আহত সাদাব সৌরভ নিউইয়র্কে চিকিৎসাধীন
- প্রকাশের সময় : ০৯:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
- / ১০৫৬ বার পঠিত
নিউইয়র্ক: টেক্সাসে সড়ক দূর্ঘটনায় নিহত নিউইয়র্ক সিটির কুইন্স বরোর এলমহার্ষ্টে বসবাসকারী বাংলাদেশী সৌরভ দম্পতির একমাত্র পুত্র সাদাব সৌরভ এখন নিউইয়র্কে চিকিৎসাধীন রয়েছেন। ৭ অক্টোবর শুক্রবার একটি প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স যোগে সাদাবকে টেক্সাস থেকে নিউইয়র্কে আনা হয়েছে। সে বর্তমানে ম্যানহাটানাস্থ এনওয়াইইউ ল্যাং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ আগষ্ট শনিবার রাতে টেক্সাস অঙ্গরাজ্যের নরম্যানগির কাছে হাইওয়ে ৩০ এর উপর ২৭ আগষ্ট শনিবার রাত ১০টা ১৭ মিনিটে দুটি কারের মুখোমুখী সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় দুটি কারের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাহবুবুল সৌরভ (৫৭) ও তার স্ত্রী সাফিনা সৌরভ (৪৮) এবং অপর কারের আরোহী কার্লজ লোপেজ (২৭) নামে একজন নিহত হন। এই ঘটনায় সৌরভ দম্পতির একমাত্র পুত্র সাদাব সৌরভ (২৩) সহ অপর কারের আরো আরোহী লাউরা ওলভেরা (২৪) গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
টেক্সাস থেকে সাদাব সৌরভের চাচা রুহুনুল ইসলাম রুহেল ৮ অক্টোবর শনিবার রাতে ইউএনএ প্রতিনিধিকে আরো বলেন, চিকিৎসকদের পরামর্শে সাদাবকে টেক্সাস থেকে নিউইয়র্কে স্থানান্তর করা হয়েছে। কেননা, নিউইয়র্কেই সাদাব বড় হয়েছে। নিউইয়র্কে তার অনেক পরিচিতজন রয়েছে। তাদের দেখা-সাক্ষাৎ বা সঙ্গ পেলে তার স্মৃতি শক্তি দ্রুত বিকশিত হবে, সবকিছু মনে করতে সহজ হবে এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
সড়ক দূর্ঘটনায় আহত সাদাব সৌরভের মাথা সহ হাত, পা ও বুকে প্রচন্ড আঘাত লাগে। টেক্সাসের হাসপাতালে তাকে ঘুম পারিয়ে রেখে চিকিৎসা করানো এবং কৃত্তিম উপায়ে তাকে খাবার খাওয়ানো হয়। তাবে তার জ্ঞান ফিরলেও তা স্বাভাবিক হয়নি। সে এখনো সবকিছু আগের মতো স্মরণ করতে পারছে না।
রুহেল বলেন, ৭ অক্টোবর শুক্রবার টেক্সাসের ব্রায়ান থেকে বেলা ২টার দিকে একটি প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স যোগে সাদাবকে নিউইয়র্কের উদ্দেশ্যে প্রথমে নিউজার্সী এবং পরবর্তীতে অ্যাম্বুলেন্সযোগে তাকে নিউইয়র্কের ম্যানহাটানে নেয়া হয়। এনওয়াইইউ ল্যাং হাসপাতালের ঠিকানা ৩০১ ই ১৭ ষ্ট্রীট, নিউইয়র্ক ১০০০৩. রুম নম্বর ৯১৫।
রুহুনুল ইসলাম রুহেল জানান, হেলথ ম্যানেজমেন্টে ডিগ্রীধারী পুত্র সাদাব সৌরভের নতুন কর্মস্থলে যোগাদানের পর মাহবুবুল সৌরভ পুত্রকে দেখতে সপরিবারে টেক্সাস গিয়েছিলেন। নিহত মাহবুবুল সৌরভের ছোট ভাই রুহুনুল ইসলাম রুহেল নিউইয়র্ক ছেড়ে গত কয়েক বছর ধরে টেক্সাসে বসবাস করছেন। তার বাড়ী টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আর সাফিনা সৌরভের বাগড়ী ফরিদপুর। মাহবুবুল সৌরভ নিউইয়র্কের ম্যানহাটানাস্থ ইন্টারন্যাশনাল নিউইয়র্ক বার্কলি রেষ্টুরেন্টে আর সাফিনা সৌরভ একটি স্কুলে শিক্ষকতা করতেন।
সাদাবের জন্য তার মা-বাবার নেয়া ১০ হাজার ডলার দূর্ঘটনা কবলিত কার থেকে পেয়ে পুলিশ পরিবারের কাছে ফেরৎ দিয়েছে। সাদাবের নতুন কর্মস্থলের বাসা-বাড়ী সাজানো-গুছানোর সৌরভ দম্পতি জন্য অর্থগুলো সাথে নিয়েছিলেন। তিনি তার ভাতিজার দ্রুত সুস্থ্যতা আর ভাই-ভাবীর বিদেহী আতœার শান্তি কামনায় সকল প্রবাসী বাংলাদেশীর দোয়া কামনা করেছেন।
আরো উল্লেখ্য, সড়ক দূর্ঘটনা নিহত সৌরভ দম্পতির নামাজে জানাজা ৩১ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ৩০ আগষ্ট মঙ্গলবার রাতে পৃথক দুটি বিমানে সৌরভ দম্পতির মরদেহ টেক্সাস থেকে নিউইয়র্কে আনা হয়। জানাজা নামাজ শেষে সৌরভ দম্পতির মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে উভয়ের মরদেহ দাফন করা হয়।