তারিকুল-সবুজের বিবৃতি উদ্দেশ্য প্রণোদিত
- প্রকাশের সময় : ১১:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬
- / ১৫১০ বার পঠিত
নিউইয়র্ক: ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী আয়োজিত ২১ সেপ্টেম্বর-এর নাগরিক সম্বর্ধনা সভায় সৃষ্ট অনাকাংখিত ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ প্রদত্ত ‘অতি উৎসাহিদের দলে স্থান নেই: যুক্তরাষ্ট্র যুবলীগ’ শীর্ষক যৌথ বিবৃতির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
‘তারিকুল-সবুজ’ প্রদত্ত বিবৃতিটি উদ্দেশ্য প্রণোদিত আর পক্ষপাতদুষ্ট বলেই আমরা মনে করছি। কেননা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তত্বাবধানে আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা যেখানে ঐক্যের পথে এবং যুবলীগের প্রস্তুুতি সম্মেলন কমিটি (আহ্বায়ক কমিটি) গঠিত হয়েছে। এই কমিটিতে তারিকুল ইসলাম চৌধুরী আহ্বায়ক ছাড়াও ১৪জন যুগ্ম আহ্বায়ক সহ সদস্য রয়েছেন। কিন্তু ‘তারিকুল-সবুজ’ আহ্বায়ক কমিটির সাথে কোন প্রকার আলোচনা না করেই মনগড়া বিবৃতি দিয়েছেন। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, যে বা যারা মাননীয় প্রধানমন্ত্রীর সম্বর্ধনা সভায় বিশৃংখলা সৃষ্টি করেছেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু ‘তারিকুল-সবুজ’-এর বিবৃতিতে ঐ ঘটনার জন্য যাদের নাম জড়ানো হয়েছে তারা মিশিগান যুবলীগের সক্রিয় নেতা। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সম্বর্ধনা অনুষ্ঠানের বিশৃংখলা ঘটনার সাথে আদৌ জড়িত নন বলেই আমরা জানি এবং প্রত্যক্ষদর্শী। বরং আমরা জানি দেলোয়ার হোসেন আনসারী পাবেল মিশিগান যুবলীগের অন্যতম সহ সভাপতি, ফরহাদ আহমেদ গুলজার মিশিগান যুবলীগের সাধারণ সম্পাদক এবং আতিক আহমেদ শিমুল মিশিগান যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, মিশিগান যুবলীগের নামধারী জাহেদ মাহমুদ আজিজ সুমন, শাহিদুর রহমান চৌধুরী জাভেদ, শেখ বদরুদ্দোজা, সৈয়দ সালেহ আহমদ প্রমুখ ইতিপূর্বে মিশিগানে বাংলাদেশ কনস্যুলেটের ভ্রাম্যমান সেবার নামে চাঁদাবাজী করে যুবলীগকে কলংকিত করেছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই চাঁদাবাজদের স্থান যুবলীগে নেই এবং ভবিষ্যতে চাঁদাবাজ ও বিশৃংখল সৃষ্টিকারীদের বিরুদ্ধে যুবলীগের সকল নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।
আমরা মনে করি, আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার ঐক্য ও বৃহত্তর স্বার্থে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তত্বাবধানে যুবলীগের ঐক্য প্রক্রিয়ার শর্ত মোতাবেক যুবলীগ সম্মেলন কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ যেকোন সিদ্ধান্ত নেয়ার পূর্বে আলোচনার মাধ্যমেই আগামী দিনে সিদ্ধান্ত নেবেন। যুবলীগের আহ্বায়ক কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুন্দর সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ যুবলীগের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করে সংগঠনকে শক্তিশালী করা। যুবলীগের কোন নেতা বা কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার বা বিভক্ত করা সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটির কাজ নয়।
আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে এবং দলীয় নেতৃবৃন্দের পরামর্শে যুক্তরাষ্ট্র যুবলীগের আসন্ন সম্মেলন সফল ও স্বার্থক হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী লীগের আগামী দিনের কান্ডারী, যুব সমাজের অহংকার জনাব সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবলীগ ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রবাস থেকে অগ্রণী ভূমিকা রাখবে।
বিবৃতিতে স্বাক্ষরকারী বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন: জামাল হোসেন, সেবুল মিয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরী, রিন্টু লাল দাস ও হেলিম উদ্দিন।