বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভায় মির্জা আযম এমপি
দেশের ৮০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সাথে জরিত

- প্রকাশের সময় : ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ২২৬ বার পঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, দেশ দূর্নীতিতে ছেয়ে গেছে। রাজনৈতিক ব্যক্তিবর্গের চেয়ে ৮০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির সাথে জরিত। এছাড়াও তিনি দাবী করেন যে, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে আরো জোরদার এবং তার হাতকে আরো শক্তিশালী করার জন্য প্রবাসের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি তার পরিবার নিয়ে ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্র সফর করলেন। বুধবার তিনি ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি একাধিক সভা-সমাবেশ ও সম্বর্ধনা সভায় যোগ দেন। খবর ইউএনএ’র।

মির্জা আজম এমপি মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় যোগ দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত মতবিনিময় সভায়। জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। মতবিনিময় সভায় বাংলাদেশ কনসাল জেনারেল নাজমুল হুদা সহ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)-এর সাবেক জিএস প্রদীপ রঞ্জন কর, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক লাবলু আনসার, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ইউএস-এর সাধারণ সম্পাদক রেজাউল বারী, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন স্বপন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক সম্পাদক সাহাবউদ্দিন চৌধুরী লিটন, সিনিয়র সদস্য নজরুল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মির্জা আযম বলেন, বর্তমান সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিবর্গের চেয়ে ৮০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির সাথে জরিত। দেশের শতকরা ৯০ ভাগ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রধানগণও দুর্নীতিবাজ বলেও তিনি দাবী করেন। তিনি দূর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মির্জা আজম অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বহুবার আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা-কে হত্যার চেষ্টা করেছে। ভবিষ্যতেও শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা চলছে এবং তা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকেই। সভায় এমনও দাবি করেন মির্জা আজম। তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তান বানাতে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র রুখতে হবে।
যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আযম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে এমন উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের পরে আর কাউকে বিদেশে আসতে হবে না। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নশীল দেশ হলে, সবাই দেশে ফিরে যেতে পারবেন।