মজিবুর রহমানের উপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের হামলা : কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা
- প্রকাশের সময় : ০১:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬
- / ৭৬১ বার পঠিত
নিউইয়র্ক: ব্রঙ্কসের বিশিষ্ট কমিউনিটি নেতা এবং পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান এক বিবৃতিতে নিউইয়র্কের সকল বাংলা মিডিয়া, মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমার ভাই মজিবুর রহমানের উপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের হামলার পর মূলধারার মিডিয়াসহ বাংলা মিডিয়াগুলো আর কমিউনিটি নেতৃবৃন্দের ভূমিকার কারণেই পুলিশ দুই দুষ্কৃতকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিশেষ করে নিউইয়র্কের ষ্টেট অ্যাসেম্বলীম্যান লুইস সেপুলভেদার মূলধারার মিডিয়ার সাথে যোগাযোগ করে তা প্রচারের উদ্যোগ নেয়ায় বিষয়টি আন্দোলনে রূপ নেয়। বিবৃতিতে তিনি বলেন, ঘটনার দিন রাতেই টাইম টিভি-তে খবরটি গুরুত্বের সাথে প্রচারিত হওয়ায় বাংলাদেশী কমিউনিটির নজর কাড়ে। এছাড়া অ্যাডভোকেট এন মজুমদারও জনমত সৃষ্টিতে ভূমিকা রাখেন। বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর ইউএনএ’র।