২১ ফেব্রæয়ারী বাজারে আসছে সাপ্তাহিক ‘দেশ’
- প্রকাশের সময় : ০৩:১৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ৪৩ বার পঠিত
হককথা রিপোর্ট: মহামারী করোনার মধ্যেই নিউইয়র্ক থেকে প্রকাশিত হতে যাচ্ছে বাংলা ভাষার আরেকটি পত্রিকা। নাম সাপ্তাহিক দেশ। উত্তর আমেরিকার অন্যতম শীর্ষস্থানীয় সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান মিজানের সম্পাদনায় ‘দেশ’ নামক পত্রিকাটি ভাষার মাস ফেব্রæয়ারীর তৃতীয় সপ্তাহে অর্থাৎ একুশে ফেব্রæয়ারীকে সামনে রেখে বাজাওে আসছে বলে জানা গেছে। পত্রিকাটি প্রকাশিত হবে সপ্তাহের প্রতি বুধবার। এর প্রকাশক মঞ্জুর হুসেন। তিনি ঠিকানা’র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) হিসেবে ২৫ বছরের অধিক সময় ধরে কর্মরত ছিলেন এবং পহেলা জানুয়ারী ঠিকানার দায়িত্ব ছেড়ে দেন। অপরদিকে মিজানুর রহমান মিজান গত ২৮ জানুয়ারী থেকে ঠিকানা ছেড়ে দেয়ার আগাম নোটিশ দিয়েছেন বলে জানা গেছে। মঞ্জুর-মিজান সম্পর্কে নিকটাত্বীয়।
উল্লেখ্য, সাপ্তাহিক ঠিকানা বিগত ৩১ বছর ধরে সপ্তাহের প্রতি বুধবার প্রকাশিত হচ্ছে। ১৯৯০ সালের ২১ ফেব্রæয়ারী ঠিকানা প্রথম প্রকাশিত হয়।
এদিকে ইতিমধ্যেই প্রকাশিতব্য দেশ-এর অফিস নেয়া হয়েছে জ্যাকসন হাইটসে। কারো সাথে প্রতিযোগিতা নয়, সত্য ও ন্যায়-নিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারে-ই দেশ বাজারে আসছে এবং নিউইয়র্কের অন্যসব পত্রিকার মত দেশও বিনামূল্যেই বিতরণ করা হবে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
আরো উল্লেখ্য, নিউইয়র্ক থেকে বাংলা ভাষায় প্রায় দুই ডজনের মতো পত্রিকা প্রকাশিত হলেও এখন প্রকাশিত হচ্ছে মাত্র ১১টি। মহামারী করোনায় বিপর্যস্ত পরিস্থিতির প্রেক্ষাপটে অনেক পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রকাশিত পত্রিকাগুলো হচ্ছে: সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালী, সাপ্তাহিক পরিচয় (অনলাইন ভার্সন), সাপ্তাহিক বাংলা পত্রিকা, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক প্রবাস, সাপ্তাহিক জন্মভূমি, প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ) এবং সাপ্তাহিক নবযুগ।