১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারী পালন উপলক্ষে কমিটি গঠিত

- প্রকাশের সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
- / ৬০৮ বার পঠিত
নিউইয়র্ক: ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারী ও আমাদের স্বাধীনতা এই মর্মে আগামী ২৫ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৬ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্ট পার্টি হলে এক আলোচনা সভা সচেতন প্রবাসী বাংলাদেশী নাগরিকদের উদ্যোগে অনুষ্ঠিত হবে। এই জন্য গত ১৪ ফেব্রুয়ারী নিউইয়র্কে আতিকুর রহমান সালুর সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কাজী শাখাওয়াত হোসেন আজমকে আহ্বায়ক করে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন যথাক্রমে- সর্বজনাব বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর আহমেদ, আতিকুর রহমান সালু, ড. শামসুল বাকার, সৈয়দ টিপু সুলতান, কলামিষ্ট মঈনুউদ্দিন নাসের, ফার্মাসিষ্ট নুরুল হক, আলী ইমাম সিকদার, গিয়াস আহমেদ, প্রফেসর দেলওয়ার হোসেন, আব্বাস উদ্দিন দুলাল, মোহাম্মদ নুরুল হক, মিজানুর রহমান, শুভাষ মজুমদার, ফারুক হোসেন মজুমদার, সিরাজুল ইসলাম খান, মনিরুল ইসলাম ও কাজী ফৌজিয়া। প্রয়োজনে কমিটি বর্ধিত হবে বলে জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আরো সিদ্ধান্ত গ্রহীত হয় যে, ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারী পালন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হবে।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারী আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সুমহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অনন্য দিন। এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) আয়োজিত ঐতিহাসিক পল্টন ময়দানে লক্ষ লোকের জনসভায় স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপিত হয়েছিল। উক্ত সভায় বক্তব্য রাখেন প্রয়াত জননেতা কাজী জাফর আহমেদ, জননেতা রাশেদ খান মেনন ও মাহবুব উল্লাহ। সভায় ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি ও ১১ দফা আন্দোলনের নেতা মোস্তফা জামাল হায়দার সভাপতিত্ব করেন। প্রস্তাব পাঠ করেন ছাত্র ইউনিয়নের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সালু। আরো উল্লেখ্য, পাকিস্তানের তৎকালীন সামরিক জান্তা কাজী জাফর আহমদ ও রাশেদ খান মেননকে ৭ বৎসরের সশ্রম কারাদন্ড দিয়ে হুলিয়া জারী করেন। মোস্তফা জামাল হায়দার ও মাহবুব উল্লাহকে ১ বৎসরের কারাদন্ড দেয়া হয়। অগ্নিঝরা ইতিহাসের সেই অনন্য দিনগুলি যাতে হারিয়ে না যায়, তার জন্যই ২২ ফেব্রুয়ারী পালনের এই উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশা নির্বিশেষে সকলেই আমন্ত্রিত।