১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন

- প্রকাশের সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
- / ৭৯৪ বার পঠিত
নিউইয়র্ক: জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীরউত্তম বাংলাদেশকে পাকিস্থানী ধারায় ঠেলে দেয়ার বিপরীতে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত করার জন্য ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান সংগঠিত করেছিলেন। জিয়া ও তাহেরের যে রাজনৈতিক বিরোধ ছিল সেই বিরোধ এখনও অবসান হয়নি। জিয়া তার পাকিস্থানপন্থী রাজনীতির পথ পরিষ্কার করতেই ঠা-া মাথায় কর্নেল তাহেরকে হত্যা করেন। যুক্তরাষ্ট্র জাসদ আয়োজিত শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৪১তম হত্যা দিবসের আলোচনা সভায় বক্তার এসব কথা বলেন।
জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সিপাহী জনতার অভ্যূত্থানের মহানায়ক, যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা, বিপ্লবী সৈনিক সংস্থা ও বিপ্লবী গণবাহিনীর সর্বাধিনায়ক শহীদ কর্নেল কমরেড আবু তাহের (বীরউত্তম) এর হত্যা দিবস উপলক্ষ্যে গত ২৪ জুলাই সোমবার রাত নয়টায় জ্যাকসন হাইটসে জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ও যুক্তরাষ্ট্র জাসদের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ার শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্টিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থানের মহানায়ক কর্নেল তাহের (বীরউত্তম)-কে প্রহসনের বিচারে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করার দায়ে আদালত কর্তৃক ঘোষিত ঠান্ডা মাথার খুনি জিয়াউর রহমানের মরনোত্তর বিচার নিশ্চিত করতে হবে। জঙ্গীবাদী-সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং তাদের মূল পাহারাদার বেগম জিয়া ও বিএনপি-জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করে মুক্তিযুদ্ধের পথে, উন্নয়নের পথে, শান্তির পথ, সমৃদ্ধির পথ, সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশে পাকিস্থানপন্থী রাজনীতির চির অবসান করতে হবে। রাজনীতির মাঠ থেকে রাজাকারদের বিদায় করতে হবে। রাজাকাররা বাংলাদেশে আর কোনো দিনই ক্ষমতায় আসতে না পারে সেজন্য চৌদ্দ জোটের ঐক্যেকে আরো শক্তিশালী কার্যকর করতে হবে।
সভায় বক্তব্য রাখেন দেওয়ান শাহেদ চৌধুরী, নুরে আলম জিকু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহান খান, প্রচার সম্পাদক ফজল খান, জাসদ নেতা শওকত ওসমান লস্কর হীরা, জাসদ নেতা শাহনুর কোরেশী, আবুল ফজল লিটন, আতাউর রহমান, শাহ আলম, ওমর আরিফ শিমন প্রমুখ।
সভায় যুক্তরাষ্ট্র জাসদ নেতা আবুল ফজল লিটন ও বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদের মাতার মৃত্যুতে শোক প্রকাশসহ মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন জাসদ নেতৃবৃন্দ। পরে জাসদ নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্রে জাসদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে, আগামী ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। -প্রেস বিজ্ঞপ্তি।