বিজ্ঞাপন :
হেলিকপ্টার ব্যবহারে আগ্রহী নন মেয়র ব্লাজিও

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫
- / ৮৩৮ বার পঠিত
নিউইয়র্ক: সিটির আগের মেয়রগণের মতো হেলিকপ্টার ব্যবহারে আগ্রহী নন মেয়র বিল ডি ব্লাজিও। সেটি তার নিজের ব্যক্তিগত বা অফিসের যে কাজেই হোক না কেন।
নিউইয়র্ক সিটির মেয়র পুলিশের একটি হেলিকপ্টার তার কাজের জন্য ব্যবহার করতে পারেন এমনটাই রীতি। মেয়র ব্লুমবার্গ সহ আগের অন্য সব মেয়ররা বিভিন্ন কাজে তা ব্যবহারও করেছেন। কিন্তু এবার এ ক্ষেত্রে ব্যতিক্রম হলেন ব্লাজিও। মঙ্গলবার (১৭ মার্চ) এ নিয়ে তাকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি জানান যে, এটি তার জন্য নয়। যদিও চলতি সপ্তাহে সেন্ট প্রেট্রিকস ক্যাথিড্রাল এর একটি অনুষ্ঠানে মেয়র পৌছতে দেরী করেছেন এবং এর আগেও রক এওয়ের একটি সেন্ট প্যাট্রিক্স প্যারেডে পৌছাতে দেরী করেছেন তবু তিনি হেলিকপ্টার ব্যবহারের পক্ষে নন বলে জানান। (টাইম টিভি)
Tag :
Mayor Blasio_Helicupter