হককথা ও ইউএনএ সম্পাদক সালাহউদ্দিন আহমেদের ভগ্নিপতির ইন্তেকাল

- প্রকাশের সময় : ১২:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬
- / ৬৭১ বার পঠিত
নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক থেকে প্রকাশিত ওয়েবপোর্টাল হককথা ও বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদের ভগ্নিপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মিয়া (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আব্দুল ওয়াহেদ সম্প্রচারাধীন দেশের প্রথম আইপি টেলিভিশন ‘বংশাই টিভি’-এর ব্যবস্থাপনা পরিচালক ও টাঙ্গাইল২৪.কম-এর প্রধান সম্পাদক এবং পূর্বপশ্চিমবিডি.নিউজ-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি তপু আহম্মেদের পিতা। তিনি জিরোওয়ান মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ও ওয়েবপোর্টাল টাঙ্গাইল২৪.কম-এর প্রকাশক ছিলেন।
টাঙ্গাইল থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, আব্দুল ওয়াহেদ মিয়া ৩১ অক্টোবর সোমবার ভোর চারটা ২০ মিনিটে স্থানীয় শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে সৌদি আরব প্রবাসী। রোববার (৩০ অক্টোবার) রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ার পর মধ্য রাত তিনটার দিকে বুকে ব্যথা অনুভব করলে তার ঘুম ভেঙ্গে যায় এবং প্রচন্ড অস্বস্তি অনুভব করলে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে জরুরী ভিত্তিতে কর্তব্যরত ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা শুরু করতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সোমবার বাদ জোহর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে মরহুম আব্দুল ওয়াহেদ মিয়ার নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ করা হয়।