স্বজনদের ইন্তেকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন

- প্রকাশের সময় : ০৩:৪৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬
- / ৭৬৩ বার পঠিত
নিউইয়র্ক: বিশিষ্ট সমাজসেবী মাহবুব খান শাহেদের কাজিন মোসাম্মৎ আশুরা খাতুন সহ দেশ ও প্রবাসে সম্প্রতি মৃত্যুবরণকারী আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের স্বজনদের ইন্তেকালে তাদের বিদেহী আতœার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। জ্যামাইকার ১৭৫ স্ট্রীটস্থ বাংলাদেশ মসজিদ মিশন (হাজী ক্যাস্প) মসজিদে গত ৩১ অক্টোবর সোমবার বাদ মাগরিব এই মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ মুফতি মালেক। খবর ইউএনএ’র।
মাহবুব খান শাহেদ ইউএনএ প্রতিনিধিকে জানান, সম্প্রতি আমার কাজিন মোসাম্মৎ আশুরা খাতুন সহ আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের স্বজনদের ইন্তেকালের খবর আমাকে ব্যথিত করেছে। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা ছাড়া প্রবাসে থেকে তাদের জন্য আমরা কিছুই করতে পারিনা। তাই তাদের বিদেহী আতœার শান্তি কামনার জন্যই এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি বলেন, অনুষ্ঠানে সম্প্রতি মৃত্যুবরণকারী মরহুমা মোসাম্মৎ আশুরা খাতুন ছাড়াও মরহুম জব্বার, মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া, মরহুম তানভির শাহ অনুষ্ঠানে উপস্থিত সবার মা-বাবা সহ আতœীয়-স্বজনদের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন দরবার হোসাইন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।