নিউইয়র্ক ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা সহজ হলো

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
  • / ৮৭৯ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশনের নতুন সিদ্ধান্তের ফলে সিটির ৮টি স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা সহজ হলো। এই পরীক্ষার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেয়ার ফলে ইতিপূর্বে আলোচিত কৃষ্ণাঙ্গ ও হিসপানিক কমিউনিটির বিশেষ কোটা প্রদান আর ভর্তি পরীক্ষায় স্ক্র্যাম্বল্ড প্যারাগ্রাফ পর্বটি বাতিল করা হয়েছে। ফলে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা সহজ হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে এই ভর্তি পরীক্ষার পরিবর্তন বিষয়ে গত ১৯ জানুয়ারী বৃহস্প্রতিবার ওয়াল ষ্ট্রীট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বাংলাদেশী মালিকানাধীন টিউটোরিয়াল প্রতিষ্ঠান প্রবাসের সুপরিচিত খান টিউটোরিয়ালকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির সিইও ড. ইভান খানের মতামত তুলে ধরা হয়েছে। এতে ইভান খান বোর্ড অব এডুকেশনের সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
জানা গেছে, নিউইয়র্ক সিটির ৮টি ষ্পেশালাইজড হাইস্কুলের এইটথ গ্রেডে ভর্তির জন্য প্রতি বছর গড়ে ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। আর এই বিপুল শিক্ষার্থীর মধ্যে মেধার ভিত্তিতে ৫ হাজার শিক্ষার্থী চুড়ান্তভাবে ভর্তির সুযোগ পায়। এর মধ্যে মাত্র ৪ ভাগ কৃষ্ণাঙ্গ আর ৬ ভাগ হিস্পানিক ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারে। অথচ সিটির মোট জনসংখ্যার ৭০ ভাগ জনসংখ্যা কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক। ফলে গত কয়েক বছর ধরে দাবী উঠে যাতে এই দুই কমিউনিটির আরো বেশী ছাত্র-ছাত্রী যাতে স্পেশালাইজড স্কুলে ভর্তি হতে পারে। এজন্য প্রথমে তাদের জন্য বিশেষ কোঠা বরাদ্দের দাবী উঠে। কিন্তু এমন সিদ্ধান্ত নিলে স্পেশষালাইজড স্কুলগুলোর গুরুত্ব কমে যাওয়ার আশংকায় তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে ভর্তি পরীক্ষায় স্ক্র্যাম্বল্ড প্যারাগ্রাফ পর্বটিও বাতিল করার দাবী উঠে। উদ্ভুত পরিস্থিতিতে গত ১৮ জানুয়ারী বুধবার বোর্ড অব এডুকেশন এই পর্বটি বাতিলের সিদ্ধান্ত নেয়। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে ষ্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা সহজতর হবে বলে দাবী করা হয়েছে।
বোর্ড অব এডুকেশনের ঘোষণায় বলা হয়েছে, সেভেন গ্রেডে পঠিত বিষয়গুলোর মধ্য থেকেই ষ্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন তৈরী করা হবে। বোর্ডের তথ্যে বলা হয়, এই প্রথমবারের মতো ষ্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় ২০টি প্রশ্ন থাকবে। এসবের মধ্যে প্রধানত থাকবে বাক্যকে শুদ্ধ ও সম্পাদনা করা। এছাড়ও একটি প্যাসেজে কোন বাক্যটি অযৌক্তিক তা বাতিল করতে হবে। বিষয়টি নির্ধারণ করা হবে ইংরেজী ভাষার পরীক্ষায়।
এদিকে বাংলাদেশী কমিউনিটি ছাড়াও মূলধারার মিডিয়ায় টিউটোলিয়াল প্রতিষ্ঠান হিসেবে খান টিউটোরিয়ালের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। এই প্রেক্ষিতে নিউইয়র্কের শীর্ষ স্থানীয় ইংরেজী দৈনিক দ্যা ওয়াল স্ট্রীট জার্নাল একাধিকবার খান টিউটোরিয়াল-এর উপর প্রতিবেদন প্রকাশ এবং প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তার মতামত বা সাক্ষাৎকার তুলে ধরেছে। সর্বশেষ গত ১৯ জানুয়ারী বৃহস্প্রতিবার সিটির স্পেশাল হাইস্কুলে ভর্তির বিষয়ে দ্যা ওয়াল স্ট্রীট জার্নাল-এর এক প্রতিবেদনে খান টিউটোরিয়ালের সিইও ড. ইভান খানের মতামত প্রকাশ করা হয়েছে।
Ivan Khan Picওয়াল স্ট্রীট জার্নালের সাংবাদিক লেসলি ব্রডি-কে দেয়া সাক্ষাৎকারে ইভান খান বলেন, স্পেশালাইজড স্কুলের ম্যাথ টেষ্টে যে পরিবর্তন আসছে তা অত্যন্ত বাস্তবসম্মত এবং প্রশংসনীয়। তিনি বলেন, আগের পদ্ধতি অনুসারে মাল্টিপল চয়েস উত্তরের পরিবর্তে শিক্ষার্থীদের ৫টি প্রশ্নের সরাসরি উত্তর দেয়া সুবিধাজনক হবে। ইভান খান এটাকে ‘আ ফ্যান্টাস্টিক চেঞ্জ’ বলে উল্লেখ ও প্রশংসা করেন। কারণ বোর্ডের এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়বে।
উল্লেখ্য, ইতিপূর্বে টেষ্টের জন্য নির্ধারিত সময় ছিলো ১৫০ মিনিট। এখন এই সময় হবে ১৮০ মিনিট। অপরদিকে আগের ৯৫টি প্রশ্নের মধ্যে এখন উত্তর দিতে হবে ১১৪টি প্রশ্নের। মোট প্রশ্নের অর্ধেক থাকবে ইংরেজী ভাষা ভিত্তিক আর অর্ধেক থাকবে ম্যাথ ভিত্তিক। এছাড়ও থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন। এখানে ৫টির পরিবর্তে ৪টি প্রশ্ন চয়েস করার অপশন থাকবে।
উল্লেখ্য, সিটি মেয়র বিল ডি ব্লাজিও কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক কমিউনিটির শিক্ষার্থীদের স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগের জন্য দীর্ঘদিন ধরে দেন-দরবার করে আসছিলেন।
Khan Tutorial Logoআরো উল্লেখ্য, ১৯৯৪ সালে বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম মনসুর খান প্রতিষ্ঠিত খান টিউটোরিয়াল থেকে কোচিং করে এপর্যন্ত ২,২১৭জনেরও বেশী শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হয়েছে। এটি নিউইয়র্ক সিটির যেকোন টিউটোরিয়ালের চেয়ে অনেক বেশী। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন কমিউনিটির পরিচিত মুখ নাঈমা খান। জ্যাকসন হ্টাইটস সহ সিটির ১০টি শাখার মাধ্যমে খান টিউটোরিয়াল শিক্ষার্থীদের কোচিং দিয়ে আসছে। শাখাগুলো হচ্ছে এস্টোরিয়া, ব্রুকলীন, ফ্লোরাল পার্ক, জ্যামাইকা (২টি), ওজনপার্ক, ব্রঙ্কস ও রিচমন্ডহীল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা সহজ হলো

প্রকাশের সময় : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশনের নতুন সিদ্ধান্তের ফলে সিটির ৮টি স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা সহজ হলো। এই পরীক্ষার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেয়ার ফলে ইতিপূর্বে আলোচিত কৃষ্ণাঙ্গ ও হিসপানিক কমিউনিটির বিশেষ কোটা প্রদান আর ভর্তি পরীক্ষায় স্ক্র্যাম্বল্ড প্যারাগ্রাফ পর্বটি বাতিল করা হয়েছে। ফলে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা সহজ হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে এই ভর্তি পরীক্ষার পরিবর্তন বিষয়ে গত ১৯ জানুয়ারী বৃহস্প্রতিবার ওয়াল ষ্ট্রীট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বাংলাদেশী মালিকানাধীন টিউটোরিয়াল প্রতিষ্ঠান প্রবাসের সুপরিচিত খান টিউটোরিয়ালকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির সিইও ড. ইভান খানের মতামত তুলে ধরা হয়েছে। এতে ইভান খান বোর্ড অব এডুকেশনের সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
জানা গেছে, নিউইয়র্ক সিটির ৮টি ষ্পেশালাইজড হাইস্কুলের এইটথ গ্রেডে ভর্তির জন্য প্রতি বছর গড়ে ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। আর এই বিপুল শিক্ষার্থীর মধ্যে মেধার ভিত্তিতে ৫ হাজার শিক্ষার্থী চুড়ান্তভাবে ভর্তির সুযোগ পায়। এর মধ্যে মাত্র ৪ ভাগ কৃষ্ণাঙ্গ আর ৬ ভাগ হিস্পানিক ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারে। অথচ সিটির মোট জনসংখ্যার ৭০ ভাগ জনসংখ্যা কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক। ফলে গত কয়েক বছর ধরে দাবী উঠে যাতে এই দুই কমিউনিটির আরো বেশী ছাত্র-ছাত্রী যাতে স্পেশালাইজড স্কুলে ভর্তি হতে পারে। এজন্য প্রথমে তাদের জন্য বিশেষ কোঠা বরাদ্দের দাবী উঠে। কিন্তু এমন সিদ্ধান্ত নিলে স্পেশষালাইজড স্কুলগুলোর গুরুত্ব কমে যাওয়ার আশংকায় তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে ভর্তি পরীক্ষায় স্ক্র্যাম্বল্ড প্যারাগ্রাফ পর্বটিও বাতিল করার দাবী উঠে। উদ্ভুত পরিস্থিতিতে গত ১৮ জানুয়ারী বুধবার বোর্ড অব এডুকেশন এই পর্বটি বাতিলের সিদ্ধান্ত নেয়। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে ষ্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা সহজতর হবে বলে দাবী করা হয়েছে।
বোর্ড অব এডুকেশনের ঘোষণায় বলা হয়েছে, সেভেন গ্রেডে পঠিত বিষয়গুলোর মধ্য থেকেই ষ্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন তৈরী করা হবে। বোর্ডের তথ্যে বলা হয়, এই প্রথমবারের মতো ষ্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় ২০টি প্রশ্ন থাকবে। এসবের মধ্যে প্রধানত থাকবে বাক্যকে শুদ্ধ ও সম্পাদনা করা। এছাড়ও একটি প্যাসেজে কোন বাক্যটি অযৌক্তিক তা বাতিল করতে হবে। বিষয়টি নির্ধারণ করা হবে ইংরেজী ভাষার পরীক্ষায়।
এদিকে বাংলাদেশী কমিউনিটি ছাড়াও মূলধারার মিডিয়ায় টিউটোলিয়াল প্রতিষ্ঠান হিসেবে খান টিউটোরিয়ালের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। এই প্রেক্ষিতে নিউইয়র্কের শীর্ষ স্থানীয় ইংরেজী দৈনিক দ্যা ওয়াল স্ট্রীট জার্নাল একাধিকবার খান টিউটোরিয়াল-এর উপর প্রতিবেদন প্রকাশ এবং প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তার মতামত বা সাক্ষাৎকার তুলে ধরেছে। সর্বশেষ গত ১৯ জানুয়ারী বৃহস্প্রতিবার সিটির স্পেশাল হাইস্কুলে ভর্তির বিষয়ে দ্যা ওয়াল স্ট্রীট জার্নাল-এর এক প্রতিবেদনে খান টিউটোরিয়ালের সিইও ড. ইভান খানের মতামত প্রকাশ করা হয়েছে।
Ivan Khan Picওয়াল স্ট্রীট জার্নালের সাংবাদিক লেসলি ব্রডি-কে দেয়া সাক্ষাৎকারে ইভান খান বলেন, স্পেশালাইজড স্কুলের ম্যাথ টেষ্টে যে পরিবর্তন আসছে তা অত্যন্ত বাস্তবসম্মত এবং প্রশংসনীয়। তিনি বলেন, আগের পদ্ধতি অনুসারে মাল্টিপল চয়েস উত্তরের পরিবর্তে শিক্ষার্থীদের ৫টি প্রশ্নের সরাসরি উত্তর দেয়া সুবিধাজনক হবে। ইভান খান এটাকে ‘আ ফ্যান্টাস্টিক চেঞ্জ’ বলে উল্লেখ ও প্রশংসা করেন। কারণ বোর্ডের এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়বে।
উল্লেখ্য, ইতিপূর্বে টেষ্টের জন্য নির্ধারিত সময় ছিলো ১৫০ মিনিট। এখন এই সময় হবে ১৮০ মিনিট। অপরদিকে আগের ৯৫টি প্রশ্নের মধ্যে এখন উত্তর দিতে হবে ১১৪টি প্রশ্নের। মোট প্রশ্নের অর্ধেক থাকবে ইংরেজী ভাষা ভিত্তিক আর অর্ধেক থাকবে ম্যাথ ভিত্তিক। এছাড়ও থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন। এখানে ৫টির পরিবর্তে ৪টি প্রশ্ন চয়েস করার অপশন থাকবে।
উল্লেখ্য, সিটি মেয়র বিল ডি ব্লাজিও কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক কমিউনিটির শিক্ষার্থীদের স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগের জন্য দীর্ঘদিন ধরে দেন-দরবার করে আসছিলেন।
Khan Tutorial Logoআরো উল্লেখ্য, ১৯৯৪ সালে বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম মনসুর খান প্রতিষ্ঠিত খান টিউটোরিয়াল থেকে কোচিং করে এপর্যন্ত ২,২১৭জনেরও বেশী শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হয়েছে। এটি নিউইয়র্ক সিটির যেকোন টিউটোরিয়ালের চেয়ে অনেক বেশী। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন কমিউনিটির পরিচিত মুখ নাঈমা খান। জ্যাকসন হ্টাইটস সহ সিটির ১০টি শাখার মাধ্যমে খান টিউটোরিয়াল শিক্ষার্থীদের কোচিং দিয়ে আসছে। শাখাগুলো হচ্ছে এস্টোরিয়া, ব্রুকলীন, ফ্লোরাল পার্ক, জ্যামাইকা (২টি), ওজনপার্ক, ব্রঙ্কস ও রিচমন্ডহীল।