সোমবার খুলেছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস
- প্রকাশের সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
- / ৭২৯ বার পঠিত
নিউইয়র্ক: বহুল আলোচিত ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস খোলা এবং ভুক্তভোগীদের অর্থ ফেরৎ প্রদানের সিদ্ধান্তে সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস থেকে এয়ার টিকেট ক্রয় করে পবিত্র ঈদুল ফিতরের আগে বাংলাদেশ ভ্রমণ করতে না পারা একাধিক ভুক্তভোগী বাংলা পত্রিকায় ফোন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আবার কেউ কেউ যথাসমডে অর্থ ফেরৎ পাওয়ার বিষয়ে নিশ্চয়তা চান ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস কর্তৃপক্ষের কাছে। এদিকে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস কর্তৃপক্ষ ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস-এর জ্যাকসন হাইটস শাখা খোলার কথা জানিয়ে ৩১ জুলাই সোমবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিসে এসে সংশ্লিষ্টদের টিকেটের কপি ও রশিদ কপি জমা দিতে বলেছে। ৩১ জুলাই থেকে ৭ আগস্ট নির্দিষ্ট সময়ে তা গ্রহণ করা হবে এবং মূল্য ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও পাওয়া যাবে।
গত ২৩ জুলাই রোববার ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস সার্ভিসেস প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস সার্ভিসেস নিউইয়র্ক একটি প্রতিষ্ঠিত ও গ্রহনযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীদের সেবায় এই প্রতিষ্ঠান গত ২৮ বছর যাবত নিরলসভাবে সততার সাথে কমিউনিটির সেবা করে আসছে। এই প্রতিষ্ঠানের সুনাম সর্বজনবিধিত। নিউইয়র্ক বাংলাদেশী কমিউিনিটিতে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস একটি আদি প্রতিষ্ঠান হিসেবে সুনাম অক্ষুন্ন রাখলেও সম্প্রতি আমি নাজমুল হুদা (সত্ত্বাধিকারী) আকস্মিক অসুস্থ্য হওয়ার সুযোগে ও কতিপয় অশুভ শক্তির ষড়যন্ত্রে এই প্রতিষ্ঠানটি তার মর্যাদা, সততা ও গ্রহনযোগ্যতা রক্ষা করতে পারেনি। এই অনভিপ্রেত ও কমিউনিটি মানুষের সেবায় ও অগ্রহনযোগ্য পরিস্থিতির জন্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’র পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। গ্রাহকদের নানারকম ভোগান্তির জন্য আমরা নিজেরাই দ্বায়ী। এই অভিযোগ মাথায় পেতে নিয়ে আজ আপনাদের ও গ্রাহকদের অবগতির জন্য সবিনয়ে দঃখ ও অনুতাপের সাথে জানাচ্ছি যে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস থেকে আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই,আপনারা যারা এই প্রতিষ্ঠান থেকে টিকেট কিনে সাময়িক বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতি সম্মান রেখে আমরা গ্রাহকদের কাটা টিকেটের মূল্য ফেরত দিতে অঙ্গীকার করছি। আমরা আপনাদের কাছে বিনিত অনুরোধ করছি, আমাদের প্রতি সদয় হয়ে সহযোগিতা করুন।
ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস এর পক্ষ থেকে সকল গ্রাহক ও ক্রেতাকে কেনা টিকেটের অর্থ ফেরত দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের জ্যাকসন হাইটস অফিসে এসে টিকেটের প্রিন্ট কপি ও রশিদের কপি জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এসব তথ্য আমাদের হাতে আসার পরেই সব কিছু বিবেচনা করে অর্থ ফেরত দেওয়ার সময়সুচি পত্র পত্রিকার মাধ্যমে জানানো হবে। জ্যাকসন হাইটস অফিস থেকে পরবর্তীতে অর্থ ফেরত নিতে পারবেন। সেই সাথে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস পূণরায় বানিজ্যিক কার্যক্রম শুরু করবে। তবে অবশ্যই তার পূর্বে ক্রেতাদের অর্থ পরিশোধ করে এই ঔতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠানটি আবার ব্যাবসায় ফিরবে।
বিশেষভাবে উল্লেখ্য, ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস এর এই অনভিপ্রেত ঘটনার পর কমিউনিটির নেতৃবৃন্দ যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ।
পাশাপাশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সমন্বয়ে আমরা একটি গ্রহনযোগ্য সিদ্ধান্তে পৌছাতে চাই। এই লক্ষ্যে কমিউনিটি নেতা মোঃ কবির রতনকে দায়িত্ব দিয়ে পুরো বিষয়টির একটি সুন্দর সুরাহার দিকে এগিয়ে যেতে চাই। নিউইয়র্ক প্রবাসী চাঁদপুরের মতলববাসী মোঃ কবির রতনসহ সাংবাদিকদের নিয়ে একটি নতুন প্রক্রিয়া শুরু করতে চাই। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস এর ২জন এবং কয়েকজন সাংবাদিকসহ মোঃ কবির রতন নতুন প্রক্রিয়ায় সাহায্য সহযোগিতা করবেন।
ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস-এর টিকেট কিনে যারা বিরম্বনায় পড়েছেন তাদেরকে সবিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে আগামী ৩১ জুলাই সোমবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের অফিসে এসে টিকেটের কপি ও রশিদ কপি জমা দিতে হবে। ৩১ জুলাই থেকে ৭ আগস্ট নির্দিষ্ট সময়ে তা গ্রহন করা হবে এবং মূল্য ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও পাওয়া যাবে।
আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া প্রার্থনা করছি। (বাংলা পত্রিকা)