সেপ্টেম্বরে নিউইয়র্কে বিশ্ব সিলেট সম্মেলন

- প্রকাশের সময় : ১১:২৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০১৭
- / ৭৮৪ বার পঠিত
নিউইয়র্ক: আগামী ১৬-১৭ সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব সিলেট সম্মেলন। এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি। সকলের সহযোগিতা এবং অংশগ্রহণেই সফল হবে বিশ্ব সিলেট সম্মেলন। দল-জাতি-ধর্ম নির্বিশেষে সিলেটের মাটি ও মানুষের মাঝে এক অকৃতিম সেতুবন্ধ রচনায় এই সম্মেলন অগ্রণী ভূমিকা পালন করবে। সম্মেলন হবে সিলেটবাসীর জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম তৈরিতে এগিয়ে এসেছে নিউইয়র্কস্থ জালালাবাদবাসীর প্রাণপ্রিয় সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। এই সম্মেলন শুধু নিউইয়র্কে বসবাসরত জালালাবাদবাসী নয়, সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস।
সারা বিশ্বের জালালাবাদবাসীর আন্তরিক অংশহণে হবে এর পরিপৃর্ণ সার্থকতা। মিলন মেলা, আত্মকথা, পরিচিতি, শুভেচ্ছা বিনিময়, প্রজন্মের অনুভূতি, শিকড়ের সন্ধানে, সিলেটি খাবার, অন্যান্য ঐতিহ্যের এবং সংষ্কৃতির অবগাহনে ভরপুর থাকবে পুরো সম্মেলন। তদুপুরি বিশ্ব সিলেট সম্মেলনের উদ্দেশ্যাবলীর মধ্যে থাকবে জালালাবাদবাসীর স্বার্থ রক্ষায় বিভিন্ন বাস্তবসম্মত প্রকল্প। যাতে সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিশেষত্বের সংরক্ষণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সিলেটবাসীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা।
এ মিলন মেলা করার মাধ্যমে বিশ্বমানবতার দীক্ষায় অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি আরো বৃদ্ধি ও সুদৃঢ় করার জন্য অনুপ্রাণিত করা হবে আরেকটি বিশ্ব অভিযাত্রা। ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা বিশ্ববরেণ্য, সিলেটের কৃতি সন্তান স্যার ফজলে হাসান আবেদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন। সম্মেলন সফল করতে ইতিমধ্যেই একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, সদস্য সচিব জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলকে। এই কমিটি ইতোমধ্যেই সম্মেলন সফলে পুরো দমে কাজ শুরু করেছে। এখন শুধু প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা।
জালালাবাদবাসীদের সুচিন্তিত পরামর্শ এবং সুপরিকল্পিত প্রস্তাব সম্মেলনের ই-মেইলে প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
e-mail: bishshawsylhetshommelon@gmail.com.
-প্রেস বিজ্ঞপ্তি।