সীমিত আয়ের পরিবারের জন্য লং আইল্যান্ড সিটির রিভারসাইডে সম্পূর্ণ নতুন এ্যাপার্টমেন্ট-এর সুযোগ
- প্রকাশের সময় : ০৯:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০১৪
- / ৮৬৩ বার পঠিত
সীমিত আয়ের পরিবারের ক্রয়ক্ষমতার মধ্যে বাসস্থান বরাদ্দের লক্ষ্যে নিউইয়র্ক সিটির কুইন্স কমিউনিটি বোর্ড-২ বাসস্থান সঙ্কুলান ও উন্নয়ন ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কুইন্সের লং আইল্যান্ড সিটির হান্টারস’ পয়েন্ট সাউথ এর রিভারসাইডে সম্পূর্ণ নতুন এ্যাপার্টমেন্ট তৈরী করছে। কুইন্স কমিউনিটি বোর্ড ২ এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে ইতোমধ্যে কুইন্সের বিভিন্ন এলাকায় অ্যাফোর্ডেবল হাউজিং-এর আবেদন প্রক্রিয়া সংক্রান্ত ফোরাম আয়োজিত হয়েছে । আগামী ১৫ অক্টোবর ২০১৪ হতে দুই মাস সময়ের মধ্যে এই এ্যাপার্টমেন্ট এর জন্য আবেদন করা যাবে। এজন্য ওয়েব সাইডের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদন ও বাসস্থান বরাদ্দের সম্পূর্ণ প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে, যার ১ম ও ২য় ধাপে রেজিস্ট্রেশন ও আবেদনপত্র জমা (১৪ ডিসেম্বর ২০১৪ এর মধ্যে) সম্পন্ন করতে হবে । পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য লটারিতে নির্বাচিত আবেদনকারীদের মধ্য হতে যোগ্যতার ভিত্তিতে এই রেন্ট স্ট্যাবিলাইজড এ্যাপার্টমেন্ট বরাদ্দ করা হবে। কেউ বর্তমানে কোনো এ্যাপার্টমেন্ট অথবা মেডালিয়ান এর মালিক হলেও এ্যাপার্টমেন্ট বরাদ্দের ক্ষেত্রে তা বাধা হবে না । তবে সম্পূর্ণ প্রক্রিয়া ও তথ্য প্রদানের ক্ষেত্রে যতœবান হওয়া আবশ্যক ।
এব্যাপারে বিস্তারিত জানতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, ইনক্ এর সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা যেতে পারে । এছাড়াও যথাযথভাবে আবেদনপত্র জমা ও প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সিটি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশন সর্বোত সহযোগিতা প্রদান করবে । এই লক্ষে ১৯ অক্টোবর এসোসিয়েশন এর নতুন অফিস (৩৮-০৬, ৩১ স্ট্রীট লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক)-এ সকাল ১১টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এসোসিয়েশনের প্রতিনিধিগণ উপস্থিত থেকে আবেদন প্রক্রিয়া ও প্রাসংঙ্গিক বিষয়ে ধারণা দিবেন। জালালাবাদ এসোসিয়েশন পরবর্তী সময়ে আবেদন ও বাসস্থান বরাদ্দের ১ম ও ২য় ধাপে (রেজিস্ট্রেশন ও আবেদনপত্র জমা) আবেদনকারীদের প্রয়োজনীয় সহযোগীতার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছে ।
সিটি কর্তৃক প্রদত্ত এই সুবিধা নেয়ার ক্ষেত্রে জালালাবাদ এসোসিয়েশন-এর অফিসে (নি¤েœাক্ত ঠিকানা) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ৬৪৬-৮২৪-৪৮১৪ অথবা ৭১৮-৪৯০-১৭৪০ অথবা ৯১৭-৬২২-৭৭৭৬ নম্বরে ডায়াল করতে পারেন।