নিউইয়র্ক ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সিনেটর লুইস ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদে প্রার্থী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ২৮ বার পঠিত

হককথা ডেস্ক: নিউইয়র্ক সিনেট ডিস্ট্রিক্টস-৩২ থেকে নির্বাচিত, সিনেট ক্রাইমভিক্টিম এবং ক্রাইম এন্ড কারেকসান কমিটির চেয়ারপার্সন, স্টেট সিনেটর লুইস সিপুলভিদা এবার ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোণনা দিয়েছেন। গত ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসে স্থানীয় বাংলাদেশীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
উল্লেখ্য,বর্তমানে দ্বায়িতপ্রাপ্ত বরো প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ জুনিয়র গত তিন টার্ম যাবত দ্বায়িত্বপালন করে আসছেন। তিনি এবার নির্বাচনে অংশ না নেয়ার সিনেটর সিপুলভিদা এই পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সিনেটর সিপুলভিদা প্রাক্তন সিনেটর রুবেন ডিয়াজ সিনিয়রের আইন উপদেস্টা থাকাকালীন তার হাত দিয়ে তৈরি বিলটি নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশ ডে হিসাবে উত্থাপিত হয়। পরে তিনি স্টেট অ্যাসেম্বলিম্যান নির্বাচিত হলে সিনেট এবং অ্যাসেম্বলিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ বাংলাদেশ ডে হিসাবে যুগপৎভাবে পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শেখ আল মামুন, ফরিদা ইয়াসমিন, খলিলুর রহমান, কামরুজ্জামান বাবু, মো: শামিম মিয়া, মির্জামামুন রশীদ, সাংবাদিক হাবিব রহমান, এ ইসলাম মামুন, নুরে আলম জিকু, স্বপন তালুকদার, মো: তুশার, মিসেস তুশার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে লুইস সিপুলভিদাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সিনেটর লুইস ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদে প্রার্থী

প্রকাশের সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

হককথা ডেস্ক: নিউইয়র্ক সিনেট ডিস্ট্রিক্টস-৩২ থেকে নির্বাচিত, সিনেট ক্রাইমভিক্টিম এবং ক্রাইম এন্ড কারেকসান কমিটির চেয়ারপার্সন, স্টেট সিনেটর লুইস সিপুলভিদা এবার ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোণনা দিয়েছেন। গত ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসে স্থানীয় বাংলাদেশীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
উল্লেখ্য,বর্তমানে দ্বায়িতপ্রাপ্ত বরো প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ জুনিয়র গত তিন টার্ম যাবত দ্বায়িত্বপালন করে আসছেন। তিনি এবার নির্বাচনে অংশ না নেয়ার সিনেটর সিপুলভিদা এই পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সিনেটর সিপুলভিদা প্রাক্তন সিনেটর রুবেন ডিয়াজ সিনিয়রের আইন উপদেস্টা থাকাকালীন তার হাত দিয়ে তৈরি বিলটি নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশ ডে হিসাবে উত্থাপিত হয়। পরে তিনি স্টেট অ্যাসেম্বলিম্যান নির্বাচিত হলে সিনেট এবং অ্যাসেম্বলিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ বাংলাদেশ ডে হিসাবে যুগপৎভাবে পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শেখ আল মামুন, ফরিদা ইয়াসমিন, খলিলুর রহমান, কামরুজ্জামান বাবু, মো: শামিম মিয়া, মির্জামামুন রশীদ, সাংবাদিক হাবিব রহমান, এ ইসলাম মামুন, নুরে আলম জিকু, স্বপন তালুকদার, মো: তুশার, মিসেস তুশার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে লুইস সিপুলভিদাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)