সিএমবিবিএ’র পথমেলায় মানুষের ঢল

- প্রকাশের সময় : ০১:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১০২ বার পঠিত
হককথা রিপোর্ট: ব্যাপক উৎসহ-উদ্দীপনায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহনে অনুষ্ঠিত হলো চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) এর বার্ষিক পথমেলা। নিউইয়র্ক সিটির ব্রæকলীনের ম্যাকডোনাল্ড এভিনিউর সুবিশাল রাজপথে শনিবার দিনব্যাপী আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এরিক এডমস। মেলায় ছিলো কয়েক শত হরেক রকমের স্টল, শুভেচ্ছা বক্তব্য আর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিলো র্যাফল ড্র’র প্রথম পুরষ্কার সিলেট মটরস এর গাড়ী।
সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ ছাড়াও মেলার অন্যতম পৃষ্ঠপোষক বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার সার্ভিস এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ, সিএমবিবিএ’র সভাপতি আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, মেলা কমিটির কনভেনার মামুনুর রশীদ, মেম্বার সেক্রেটারী মইনুল ইসলাম বাপ্পী সহ আরো অনেকে মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। মেলায় কমিউনিটিতে অবদানের জন্য ককেজন বিশিষ্ট ব্যক্তিকে প্ল্যাক প্রদান এবং সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ-এর পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়। মেলার অনুষ্ঠানমালা উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল। (বিস্তারিত আসছে)