সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খানের ভ্রাতৃ বিয়োগ

- প্রকাশের সময় : ০২:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ২৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খানের ছোট ভাই আতাহার আলী খান ইন্তেকাল করেছেন। সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় রাজধানী ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘ দিন তিনি ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। ছোট ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ডা. ওয়াজেদ এ খান সবার দোয়া কামনা করেছেন। খবর ইউএনএ’র।
শোক প্রকাশ: সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খানের ভাইয়ের ইন্তেকালে নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এবং সাবেক এমপি এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা পরিবারের পক্ষ থেকে সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মঞ্জু, সাপ্তাহিক জন্মভ‚মি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাবেক প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক নিউইয়র্ক সময় সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, আজকের টেলিগ্রাম ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক সাদাকালো’র প্রধান সম্পাদক ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও সাপ্তাহিক বাংলা পোস্ট’র চেয়ারম্যান আসিফ বারী টুটুল।
এছাড়াও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আরো শোক প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক কাজী শামসুল হক, মঈনুদ্দীন নাসের, সাঈদ তারেক, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এবিএম ওসমান গনি, আহসান হাবীব, ফখরুল ইসলাম দেলোয়ার, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপদেষ্টা খন্দকার আশেক শামীম, উপদেষ্টা ও সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, উপদেষ্টা সোলায়মান আলী, সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ শিকদার প্রমুখ।