নিউইয়র্ক ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সানীর মরদেহ বাফেলোতে দাফন হবে সোমবার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ২০ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক ষ্টেটের বাফেলোর ওয়াইমিং কাউন্টির ওয়ারসতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী তরুণ দেওয়ান সানী (২৯) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ মে) সকালে দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে এবং অপর গাড়ীর চালকও মারা যায়। সানি বাফেলোর হ্যাজেলউড এ বসবাস করতেন। ইতিপূর্বে সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত ফারুক আহমেদের একমাত্র ছেলে সানি। তার বড় ২ বোন রয়েছে। সানির মৃত্যুতে ব্রঙ্কেসের বাংলাদেশী কমিউনিটিত শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
জানা যায়, নিউইয়র্ক ষ্টেটের রুট ২০ এ’র অরেঞ্জভিল এবং ওয়ারশ টাউন বর্ডারে দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাফেলো ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী দেওয়ান সানী ঘটনাস্থলেই এবং অন্য গাড়ীর আহত ড্রাইভার পরবর্তীতে ওয়াইমিং কাউন্টি কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করে। শুক্রবার সকাল ৮.২১ মিনিটে ওয়াইমিং কাউন্টি ইমারজেন্সী পুলিশ স্থানীয় ওয়ারশ পুলিশের এক বার্তা থেকে ঘটনাটি প্রথম জানতে পারে। ঘটনার সময় সানির গাড়ীটিকে অন্য যে গাড়ীটি ধাক্কা দেয় সেটি নাসাউ কাউন্টি থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। ওয়াইমিং কাউন্টির শেরিফ অফিস ঘটনার তদন্ত করছে।
এদিকে ময়না তদন্ত শেষে সানির মরদেহ রোববার দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর হওয়ার কথা এবং এদিন বাদ আসর বাফেলো মুসলিম সেন্টারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ মে) সকালে স্থানীয় কবর স্থানে সানীর মরদেহ দাফন করা হবে।
সানীর পৈত্রিক বাড়ী কুমিল্লার দেবীদ্ধার উপজেলায় হলেও তার জন্ম ঢাকায়। মাত্র ১০/১২ বছর বয়সে সে বাবা-মায়ের সাথে যুক্তরাষ্ট্র আসে। তারা বসবাস করতো ব্রঙ্কসে। সানী বাফেলো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তার বাবা পরিবার নিয়ে ব্রঙ্কস ছেড়ে বাফেলো গিয়ে বসতি গড়েন। সানির বিদেহী আতœার মাগফেরাত কামনায় তার বাবা ফারুক আহমেদ সবার দোয়া কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সানীর মরদেহ বাফেলোতে দাফন হবে সোমবার

প্রকাশের সময় : ১২:১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক ষ্টেটের বাফেলোর ওয়াইমিং কাউন্টির ওয়ারসতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী তরুণ দেওয়ান সানী (২৯) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ মে) সকালে দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে এবং অপর গাড়ীর চালকও মারা যায়। সানি বাফেলোর হ্যাজেলউড এ বসবাস করতেন। ইতিপূর্বে সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত ফারুক আহমেদের একমাত্র ছেলে সানি। তার বড় ২ বোন রয়েছে। সানির মৃত্যুতে ব্রঙ্কেসের বাংলাদেশী কমিউনিটিত শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
জানা যায়, নিউইয়র্ক ষ্টেটের রুট ২০ এ’র অরেঞ্জভিল এবং ওয়ারশ টাউন বর্ডারে দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাফেলো ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী দেওয়ান সানী ঘটনাস্থলেই এবং অন্য গাড়ীর আহত ড্রাইভার পরবর্তীতে ওয়াইমিং কাউন্টি কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করে। শুক্রবার সকাল ৮.২১ মিনিটে ওয়াইমিং কাউন্টি ইমারজেন্সী পুলিশ স্থানীয় ওয়ারশ পুলিশের এক বার্তা থেকে ঘটনাটি প্রথম জানতে পারে। ঘটনার সময় সানির গাড়ীটিকে অন্য যে গাড়ীটি ধাক্কা দেয় সেটি নাসাউ কাউন্টি থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। ওয়াইমিং কাউন্টির শেরিফ অফিস ঘটনার তদন্ত করছে।
এদিকে ময়না তদন্ত শেষে সানির মরদেহ রোববার দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর হওয়ার কথা এবং এদিন বাদ আসর বাফেলো মুসলিম সেন্টারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ মে) সকালে স্থানীয় কবর স্থানে সানীর মরদেহ দাফন করা হবে।
সানীর পৈত্রিক বাড়ী কুমিল্লার দেবীদ্ধার উপজেলায় হলেও তার জন্ম ঢাকায়। মাত্র ১০/১২ বছর বয়সে সে বাবা-মায়ের সাথে যুক্তরাষ্ট্র আসে। তারা বসবাস করতো ব্রঙ্কসে। সানী বাফেলো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তার বাবা পরিবার নিয়ে ব্রঙ্কস ছেড়ে বাফেলো গিয়ে বসতি গড়েন। সানির বিদেহী আতœার মাগফেরাত কামনায় তার বাবা ফারুক আহমেদ সবার দোয়া কামনা করেছেন।