নিউইয়র্ক ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাজ্জাদের বহিস্কারাদেশ বহাল রয়েছে : ড. সিদ্দিক-সামাদ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৬০৬ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারাদেশ প্রাপ্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদের ব্যাপারে কেন্দ্রের বহিস্কারাদেশ বহাল রয়েছে। এনিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। তার ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
গত বছর বহিস্কারাদেশ প্রাপ্তির পর অতি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভায় সাজ্জাদুর রহমান সাজ্জাদের যোগদান ও বক্তব্য রাখার পর সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন। গত ২২ জানুয়ারী রোববার জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা এই প্রতিনিধিকে বলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ ঐ সভায় যোগদানের পর তার সমর্থক নেতা-কর্মীরা বলছেন তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অথচ কেন্দ্রের এমন সিদ্ধান্ত কারো জানা নেই।
এব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে ২৯ জানুয়ারী রোববার তিনি ফোনে বলেন, তার (সাজ্জাদ) বহিস্কারাদেশ প্রত্যাহার হয়নি। এব্যাপারে কেন্দ্রে তথা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ার অংশ হিসেবে আহুত দলীয় সভায় দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তাকে (সাজ্জাদ) যোগ দেয়া ও বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়। এনিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। তবে আমরা চাই ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকুন, এক মঞ্চে থাকুন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশকে আরো এগিয়ে নিতে দেশের মতো প্রবাসে বসবাসকারী সর্বস্তরের নেতা-কর্মীদের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে।
এব্যাপারে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, তার (সাজ্জাদ) বহিস্কারাদেশ প্রত্যাহার হয়নি। কিন্তু সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সম্মতিতে তিনি সংগঠনের সভায় যোগ দিয়েছেন সত্য। সভায় সভাপতি ড. সিদ্দিক আমাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আর তাকে (সাজ্জাদ) সাবেক সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখার সুযোগ দেন। আর সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেই আমি অন্যান্য সভার মতো ঐদিনের সভাও পরিচালনা করি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সাজ্জাদের বহিস্কারাদেশ বহাল রয়েছে : ড. সিদ্দিক-সামাদ

প্রকাশের সময় : ০২:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারাদেশ প্রাপ্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদের ব্যাপারে কেন্দ্রের বহিস্কারাদেশ বহাল রয়েছে। এনিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। তার ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
গত বছর বহিস্কারাদেশ প্রাপ্তির পর অতি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভায় সাজ্জাদুর রহমান সাজ্জাদের যোগদান ও বক্তব্য রাখার পর সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন। গত ২২ জানুয়ারী রোববার জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা এই প্রতিনিধিকে বলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ ঐ সভায় যোগদানের পর তার সমর্থক নেতা-কর্মীরা বলছেন তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অথচ কেন্দ্রের এমন সিদ্ধান্ত কারো জানা নেই।
এব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে ২৯ জানুয়ারী রোববার তিনি ফোনে বলেন, তার (সাজ্জাদ) বহিস্কারাদেশ প্রত্যাহার হয়নি। এব্যাপারে কেন্দ্রে তথা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ার অংশ হিসেবে আহুত দলীয় সভায় দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তাকে (সাজ্জাদ) যোগ দেয়া ও বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়। এনিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। তবে আমরা চাই ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকুন, এক মঞ্চে থাকুন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশকে আরো এগিয়ে নিতে দেশের মতো প্রবাসে বসবাসকারী সর্বস্তরের নেতা-কর্মীদের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে।
এব্যাপারে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, তার (সাজ্জাদ) বহিস্কারাদেশ প্রত্যাহার হয়নি। কিন্তু সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সম্মতিতে তিনি সংগঠনের সভায় যোগ দিয়েছেন সত্য। সভায় সভাপতি ড. সিদ্দিক আমাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আর তাকে (সাজ্জাদ) সাবেক সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখার সুযোগ দেন। আর সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেই আমি অন্যান্য সভার মতো ঐদিনের সভাও পরিচালনা করি।