গোল্ডেন এজ হোমকেয়ার এর উদ্যোগে
সাউথ জ্যামাইকায় জমজমাট পথমেলা

- প্রকাশের সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৭ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): সাম্প্রতিককালে নিউইয়র্ক সিটির সাউথ জ্যামাইকায় গড়ে উঠেছে নতুন বাংলাদেশী কমিউনিটি। দিন দিন কমিউনিটির পরিধিও বাড়ছে। গত কয়েক বছর ধরে দুই ঈদের বিশাল জামাত ছাড়াও পথমেলা হয়ে আসছে। ফলে এলাকার পরিচিতিও বাড়ছে। জেএফকে বিমানবন্দর সহ স্কুল, হাসপাতাল ও হাইওয়ে নিকটবর্তী হওয়ায় সাউথ জ্যামাইকায় বাংলাদেশীদের নতুন স্থায়ী নিবাসও বাড়ছে। আর তাই স্থানীয় বাংলাদেশীদের বিনোদনের জন্য অন্যান্য বছরের মতো এবছরও আয়োজন করা হয় পথমেলা। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার গত ২৭ সেপ্টেম্বর শনিবার সাউথ জ্যামাইকায় দিনব্যাপী পথমেলার আয়োজন করে। স্থানীয় মেরিক বুলেভার্ড সংলগ্ন বিশাল পার্কে অনুষ্ঠিত মেলায় ছিল সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়। বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষেরও মেলায় আনন্দ উপভোগ করতে দেখা যায়।
মেলায় আগতরা জানান, এমন মেলায় এসে আমরা প্রবাসেও দেশের পরশ পাই। মনে পড়ে ফেলে আসা নানান স্মৃতি। পরিবারের সদস্যদের নিয়ে অন্যরকম সময় কাটে মেলায়, বিনোদনের খোরাক পাই, সব মিলিয়ে ভালো লাগে।
মেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ, সোাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সোাইটির ট্রাষ্টি বোর্ডের আরেক সদস্য আহসান হাবিব, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, ফ্রেন্ডস সোসািিটর সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি প্রমুখ।
মেলায় শাহনেওয়াজ তার বক্তব্যে বলেন, শুধু সাউথ জ্যামাইকা নয়, পুরো নিউইয়র্কেই বাংলাদেশী কমিউনিটির পরিধি বাড়ছে। তাই জায়গায় জায়গায় বিনোদনের অংশ হিসেবে মেলার অয়োজন বাড়ছে। আমরা সবাই মিলে মেলাগুলো উপভোগ করে বিনোদনের খোরাক মিটাতে পারি। এছাড়াও আয়োজকরা আগামী দিনে আরো মেলা আয়োজন করার প্রতিশ্রুত দেন।
মেলা কমিটির আহ্বায়ক বেলাল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এবারের মেলার মূল আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র। এছাড়াও ছিলো বিভিন্ন খাদ্য আর পণ্যের স্টল। জনপ্রিয় উপস্থাপক সোনিয়া শারমিন সিরাজের প্রাণবন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলায় কমিউনিটির বিশিষ্টজন শুভেচ্ছা বক্তব্য রখেন। মেলার সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের প্রখ্যাত মরমী শিল্পী আবদুল আলীমের কন্যা জোহরা আলীম, প্রবাসের জনপ্রিয় শিল্পী শিমুল খান, শাহ মাহবুব, রোকসানা মির্জা প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
মেলার সদস্য সচিব ছিলেন জহিরুল আমিন তপাদার। মেলার ডায়মন্ড স্পন্সর ছিল নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার এবং গোল্ড স্পন্সর ছিল এম্পায়ার কেয়ার এজেন্সি।