নিউইয়র্ক ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হককথা সম্পাদক সালাহউদ্দিন আহমেদের বড় বোনের ইন্তেকাল : দোয়া কামনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬
  • / ৯০৭ বার পঠিত

নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল হককথা ও বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)-এর সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদের বড় বোন মাহফুজা বেগম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গত ৫ এপ্রিল মঙ্গলবার রাতে দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বয়োবৃদ্ধ মা, স্বামী, ছয় ভাই, চার বোন এবং চার পুত্র ও দুই কন্যা সহ বহু আত্বীয়-স্বজন রেখে যান।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, মাহফুজা বেগম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন থাকাবস্থায় ঢাকার মিরপুরস্থ বড় কন্যায় বাসায় ঘুমের মধ্যে ইন্তেকাল করেন। সন্ধ্যায় ঔষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন মাহফুজা বেগম। এসময় তার কন্যা ও দুই পুত্র সেবা দিচ্ছিলেন। পরবর্তীতে তার কোন সাড়াশব্দ না পাওয়ায় রাত ১০টার দিকে তাকে ঢাকতে গেয়ে তাকে মৃত অবস্থায় বিছানায় শায়িত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে রাত ১০টা থেকে ১১টার মধ্যে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মাহফুজা বেগমের মৃত্যুর পর ঐদিন রাতেই তার মরদেহ স্বামী হাতেম আলীর গ্রামের বাড়ী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের তালতলা গ্রামে নিয়ে যাওয়া হয় এবং পরদিন বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উল্লেখ্য, এই কবর স্থানে তার মরদেহ প্রথম দাফন করা হয়।
সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ তার বড় বোন মাহফুজা বেগমের বিদেহী আতœার শান্তি কামনায় সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন।
এদিকে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদের বড় বোন মাহফুজা বেগমের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু তাহের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

হককথা সম্পাদক সালাহউদ্দিন আহমেদের বড় বোনের ইন্তেকাল : দোয়া কামনা

প্রকাশের সময় : ১০:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬

নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল হককথা ও বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)-এর সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদের বড় বোন মাহফুজা বেগম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গত ৫ এপ্রিল মঙ্গলবার রাতে দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বয়োবৃদ্ধ মা, স্বামী, ছয় ভাই, চার বোন এবং চার পুত্র ও দুই কন্যা সহ বহু আত্বীয়-স্বজন রেখে যান।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, মাহফুজা বেগম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন থাকাবস্থায় ঢাকার মিরপুরস্থ বড় কন্যায় বাসায় ঘুমের মধ্যে ইন্তেকাল করেন। সন্ধ্যায় ঔষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন মাহফুজা বেগম। এসময় তার কন্যা ও দুই পুত্র সেবা দিচ্ছিলেন। পরবর্তীতে তার কোন সাড়াশব্দ না পাওয়ায় রাত ১০টার দিকে তাকে ঢাকতে গেয়ে তাকে মৃত অবস্থায় বিছানায় শায়িত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে রাত ১০টা থেকে ১১টার মধ্যে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মাহফুজা বেগমের মৃত্যুর পর ঐদিন রাতেই তার মরদেহ স্বামী হাতেম আলীর গ্রামের বাড়ী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের তালতলা গ্রামে নিয়ে যাওয়া হয় এবং পরদিন বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উল্লেখ্য, এই কবর স্থানে তার মরদেহ প্রথম দাফন করা হয়।
সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ তার বড় বোন মাহফুজা বেগমের বিদেহী আতœার শান্তি কামনায় সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন।
এদিকে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদের বড় বোন মাহফুজা বেগমের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু তাহের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।