সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ ও সিদ্দিক আহমদের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ৬২ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): প্রবীন সাংবাদিক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদের বড় ভাই সিদ্দিক আহমদের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব দোয়া মাহফিল আয়োজন করেছে। শনিবার (২১ জানুয়ারী) বাদ এশা কুইন্সের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইমাম মোহাম্মদ আব্দুস সাদিক। এর আগে সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ ও সিদ্দিক আহমদকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ রশীদ আহমদ।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান, দপ্তর সম্পাদক মাহাথীর ফারুকী, ক্লাব সদস্য এমদাদ দিপু, জামিল আনসারি ছাড়াও মোহাম্মদ হাবিবুর রহমান, মির্জা আযম, খায়েরুজ্জামান, কুদরাত উল্লাহ, খন্দকার আবুল কাশেম ও মিয়া জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাইন উদ্দিন আহমেদ
দোয়া মাহফিলের আগে প্রেসক্লাবের সভাপতি আবু তাহের বলেন, মাইন উদ্দিন আহমেদ একজন সিনিয়র সাংবাদিক ছিলেন। ছিলেন নির্মোহ, নিরহংকার ও সজ্জন ব্যক্তি। তিনি বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই যারা চলে যান তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আমরা সবাই মিলে সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ ও সিদ্দিক আহমেদ-এর বিদেহী আতœার শন্তির জন্য দোয়া করি।
মনোয়ারুল ইসলাম বলেন, দুঃখ হয় চিকিৎসা শুরুর আগেই সাংবাদিক মাইন উদ্দিন আহমেদকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আমেরিকার মতো উন্নত একটি দেশে বাস করেও চিকিৎসা ছাড়াই তিনি মারা গেলেন। যা আমাকে পীড়া দিয়েছে। তিনি উভয়ের মাগফেরাত কামনা করেন।
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ তার বড় ভাই সিদ্দিক আহমদ (৫১)-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এ বয়সে কারও মৃত্যু কাম্য নয়। আমার বয়োবৃদ্ধ বাবা বেঁচে রইলেন আর ভাই চলে গেলেন। তিনি সুস্থ্য মানুষ ছিলেন। এটা আল্লাহতায়ালার ইচ্ছে। তিনি সকলের জন্য দোয়া কামনা করেন।
সিদ্দিক আহমদ
ইমাম মোহাম্মদ আব্দুস সাদিক পবিত্র কোরআন-হাদিসের আলোকে বলেন, কারোর পক্ষেই মৃত্যুকে দূরে রাখার কোন উপায় নেই। তিনি বলেন, সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ ও সিদ্দিক আহমদ-এর চলে যাওয়া মানে আমাদের সবার জন্য ম্যাসেজ। আমাদেরও চলে যেতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার মনে হয় কোন সংবাদে ‘আকাল মৃত্যু’ লেখার বিকল্প শব্দ প্রয়োগ করা উচিৎ। কেননা, জন্ম-মৃত্যু মহান আল্লাহ নির্ধারণ করেন। যার যখ সময় হবে আল্লাহ তায়ালা তাকে তখন দুনিয়া থেকে তুলে নেবেন। তাই ‘অকাল মৃত্যু’ শব্দটি যথাযথ কিনা তা ভেবে দেখা দরকার বলে তিনি মতামত ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে মরহুম সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ ও মরহুম সিদ্দিক আহমদ-এর পরিবার যেনো শোক কাটিয়ে উঠেন এবং মহান আল্লাহ যেন উভয়কে বেহেস্তে নসীব করেন সেই দোয়াই করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব ছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। ঢাকার বিভিন্ন ইংরেজী দৈনিকে কাজ করেছেন। তিনি একাধিক গ্রন্থের লেখক। গত ১ জানুয়ারী রোববার দিবাগত রাত ১১টা ২৯ মিনিটে তিনি জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে (হাসপাতাল) করেন। অপরদিকে সিদ্দিক আহমেদ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দির গাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। গত ১৩ জানুয়ারী শুক্রবার তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।