সাংবাদিক মনির হায়দারের মাতা’র ইন্তেকাল
- প্রকাশের সময় : ০২:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ৫৩ বার পঠিত
হককথা রিপোর্ট: নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, ঢাকার দৈনিক মানবজমিন-এর উপ সম্পাদক মনির হায়দারের মাতা এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য মনিজা রহমানের শাশুরী শামসুন্নাহার বেগম ইন্তেকাল করেছেন। তিনি বুধবার (১৬ অক্টোবর) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৭ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে সহ অনেক নাতি-নাতনী ও বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার গ্রামের বাড়ী মেহেরপুরের আমঝুপি ইসলামনগরে অনুষ্ঠিত হবে। সাংবাদিক মনির হায়দার তার মায়ের জানাজায় যোগ দিতে দেশে গমন করেছেন।
শোক ও সমবেদনা প্রকাশ: সাংবাদিক মনির হায়দারের মায়ের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও সাপ্তাহিক হককথা, অনলাইন দৈনিক আজকের টেলিগ্রাম ও নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।
নিউইয়র্ক প্রবাসী দিলবাহার বেগমের ইন্তেকাল
এদিকে নিউইয়র্ক প্রবাসী চট্টগ্রাম জেলার স›দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ফোরকান উদ্দিনের স্ত্রী ও মোহাম্মদ আলাউদ্দিনের মাতা দিলবাহার বেগম বুধবার লেনক্সহিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাজে জানাজা বুধবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব ব্রæকলীনের মসজিদ আল আমানে অনুষ্ঠিত হয়। দিলবাহার বেগমের ইন্তেকালে স›দ্বীপ সোসাইটি ইউএসএ’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ক্রিকেট খেলোয়াড় মোহাম্মদ রফির ইন্তেকাল
অপরদিকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেট খেলোয়াড় মোহাম্মদ রফি বুধবার (১৬ অক্টোবর) নিউইয়র্কের বাফেলো শহরের বাড়ীতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি সিলেটের দরগা মহল্লার সন্তান। তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি সিলেটের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাব ও জিমখানা ক্লাবের ক্রিকেটে খেলোয়াড়ার ছিলেন।